বাইরে থেকে ফিরে মুখ পরিষ্কার করা খুবই জরুরি। মুখ পরিষ্কার করতে অনেকেই ফেসওয়াশ ব্যবহার করেন। একটু ভালো মানের ফেসওয়াশের দাম একটু বেশিই হয়। আবার অনেকসময় এতে নানা ধরনের রাসায়নিক মেশানো থাকে, যা ত্বকের জন্য ক্ষতিকারক হতে পারে। চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন ফেসওয়াশ। এতে ত্বকের ক্ষতিও হবে না আর টাকাও বাঁচবে।
এই ফেসওয়াশ বানাতে লাগবে ওটস গুঁড়ো, বাদাম, হলুদ, বেসন ও ল্যাভেন্ডার অয়েল। ওটস ত্বককে ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে, বাদাম প্রাকৃতিক এক্সফ্লয়েটর হিসেবে কাজ করে। অন্যদিকে হলুদে রয়েছে প্রদাহ-প্রতিরোধী এবং অ্যান্টি-সেপটিক বৈশিষ্ট্য, যা ত্বককে ক্ষতর হাত থেকে রক্ষা করে। আর বেসন ত্বকের অতিরিক্ত তেল শোষণে সাহায্য করে। এই ফেসওয়াশে ব্যবহৃত ল্যাভেন্ডার অয়েল ত্বককে উজ্জ্বল করে তোলে।
কীভাবে তৈরি করবেন ফেসওয়াশ
একটি বাটিতে ল্যাভেন্ডার তেলসহ সমস্ত উপাদান ভালোভাবে মিশিয়ে নিন। এয়ারটাইট কনটেনার সংরক্ষণ করুন। এখান থেকে নিয়ে ব্যবহার করুন। তবে ত্বক সংবেদনশীল হলে অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নেবেন।