বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কম্পিউটার/পারফরম্যান্স অ্যানালিস্ট–বিসিবি পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।
- পদের নাম: কম্পিউটার/পারফরমেন্স অ্যানালিস্ট-বিসিবি
পদসংখ্যা: ২
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ভালো। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ভিডিও এডিটিং সফটওয়্যারের কাজ সম্পর্কে জানাশোনা থাকতে হবে। এসকিউএল সার্ভার, বেসিক নেটওয়ার্কিং বিষয়ে জানাশোনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বেসিক কম্পিউটার ট্রাবশ্যুটিংয়ে জ্ঞান থাকতে হবে। তথ্য বিশ্লেষণের সক্ষমতা থাকতে হবে। ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।
চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক। চুক্তির মেয়াদ নবায়নযোগ্য।
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ফরোয়ার্ডিং লেটার (প্রত্যাশিত বেতন ও সুযোগ-সুবিধা উল্লেখ থাকতে হবে) ও এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ জীবনবৃত্তান্ত চিফ এক্সিকিউটিভ অফিসার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, মিরপুর–২, ঢাকা ১২১৬ বরাবর লিখে [email protected] ঠিকানায় ই–মেইল করতে হবে।
আবেদনের শেষ সময়: ২ এপ্রিল, ২০২৪।