Show Details
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বিদায়ী সপ্তাহের রোববার দেশের শেয়ারবাজার বন্ধ ছিল। যে কারণে বিদায়ী সপ্তাহে (১৮-২১ মার্চ) শেয়াবাজারে চার কর্মদিবস লেনদেন হয়েছে।
এই চার কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১২টি প্রতিষ্ঠান। এরমধ্যে ১৩৩টির দর বেড়েছে, ২২৯টির দর কমেছে, ৩৩টির দর অপরিবর্তিত ছিল এবং ১৭টির লেনদেন হয়নি।
সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে স্টাইল ক্রাফট লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৭.১৮ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এস. এস. স্টিলের ৬.৭৯ শতাংশ, জুট স্পিনার্সের ৬.৪১ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৬.১২ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৬.০৬ শতাংশ, আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের ৬.০৫ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৬.০৫ শতাংশ, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৫.৮৬ শতাংশ, গ্রীণ ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৫.৫৬ শতাংশ এবং জিল বাংলা সুগার মিলস লিমিটেডের ৫.৩২ শতাংশ শেয়ারদর কমেছে।