গত ১১ ফেব্রুয়ারি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৬ হাজার ৪৪৭ পয়েন্ট। এরপর ২৪ কর্মদিবসে ধারাবাহিক পতনের পর গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) সূচক ৬৩৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৮১৪ পয়েন্টে। লাখ লাখ বিনিয়োগকারীকে পথে বসিয়ে আজ অবশেষে সূচক উত্থানে ফিরেছে। আজ ডিএসইর সূচক উদ্ধার হয়েছে ৫৮ পয়েন্ট।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১১ ফেব্রুয়ারির পর প্রতি সপ্তাহেই শেয়ারবাজারে ধারাবাহিকভাবে সূচক কমেছে। ১১ ফেব্রুয়ারির পর প্রথম সপ্তাহে (১১-১৫ ফেব্রুয়ারি) ডিএসইর সূচক ১১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৬ পয়েন্টে।
এর পরের সপ্তাহে (১৮-২২ ফেব্রুয়ারি) সূচক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৩ পয়েন্টে। পরের সপ্তাহে (২৫-২৯ ফেব্রুয়ারি) ১৯ পয়েন্ট ৬ হাজার ২৫৪ পয়েন্টে, চলতি মাসের প্রথম সপ্তাহে (০৩-০৭ মার্চ) ১৪২ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৪ পয়েন্টে এবং বিদায়ী সপ্তাহে (১০-১৪ মার্চ) আরও ১৪৪ পয়েন্ট দাঁড়িয়েছে ৫ হাজার ৯৬৮ পয়েন্টে। চলতি সপ্তাহের তিন দিনে ডিএসইর সূচক ১৫৪ পয়েন্ট কমে মঙ্গলবার দাঁড়িয়েছে ৫ হাজার ৮১৪ পয়েন্টে। আর আজ বেড়েছে ৫৮ পয়েন্ট।
বিনিয়োগকারীরা বলছেন, দেশে যখন চরম রাজনৈতিক অস্থিরতা ছিল, অজানা অর্থনৈতিক শঙ্কা ছিল; তখনও শেয়ারমার্কেটে এই রকম পতনের তান্ডব দেখা যায়নি। এখন রাজনৈতিক অস্থিরতা নেই, অর্থনৈতিক ক্ষেত্রেও শঙ্কা নেই, তারপরও শেয়ারাজারে নেমে এসেছে অশনি সংকেত।
বিনিয়োগকারীদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী পক্ষ উদ্দেশ্যমূলকভাবে শেয়ারবাজারে পতনের তান্ডব চালাচ্ছে। সরকারের উচিত একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর রহস্য উদঘাটন করা। তারা দাবি করছেন, যদি নিরপেক্ষ তদন্ত কর হয়, তাহলে শেয়ারবাজারের এমন ধসে অনেক রাঘব বোয়ালের সম্পৃক্ততা বেরিয়ে আসবে।
বুধবারের বাজার পর্যালোচনা
আজ বুধবার (২০ মার্চ) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৮.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৭২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৯.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩২ পয়েন্টে।
আজ ডিএসইতে ৪২২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৪৬৫ কোটি ৫৪লাখ টাকার।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০৫টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৭ কোটি ৮৯ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৬ কোটি ৮৩ লাখ ৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট।
আজ সিএসইতে ২০৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের।
আগের দিন সিএসইতে ২১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৩৬টির, কমেছিল ১৭০টির এবং অপরিবর্তিত ছিল ১২টি প্রতিষ্ঠানের।