আগামী ২-৩ দিনের মধ্যে শেয়ারবাজারে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে না পারলে লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীরা।
আজ মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১২টার দিকে রাজধানীর মতিঝিলস্থ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরোনো ভবনের সামনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এই হুমকি দেওয়া হয়। বিভিন্ন ব্রোকারেজ হাউজের বিনিয়োগকারীরা এই সময়ে মানববন্ধনে সমবেত হয়।
মানববন্ধনে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ কয়েকটি দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- শেয়ারবাজারে ১৮ জানুয়ারির পূর্বের ফ্লোর প্রাইস পুনঃপ্রবর্তন, নতুন কোম্পানি বা আইপিও অনুমোদন বন্ধ, আগামী ২-৩ দিনের মধ্যে বাজার স্বাভাবিক করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সম্প্রতি যারা উদ্দেশ্যমূলকভাবে শেয়ারবাজারে পতন ঘটাচ্ছে, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা।
পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মধ্যে সংগঠনের প্রেসিডেন্ট মিজানুর রশিদ চৌধুরী ও ভাইস প্রেসিডেন্ট ডা. মহসিন এই সময় উপস্থিত ছিলেন।