1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

সৌদি আরবে থাকা প্রবাসী উদ্যোক্তাদের দেশে বিনিয়োগের আহ্বান

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

ব্যবসার সম্প্রসারণ করে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশি মালিকানাধীন আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানির ৬ নম্বর শাখার উদ্বোধন করা হয়েছে।

আগত অতিথিরা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করেন অতিথিরা। রোববার রাজধানী রিয়াদে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানির ৬ নম্বর শাখার উদ্বোধন করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, দেশের উন্নয়নে অংশীদার হতে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।

এছাড়াও, চেষ্টা করলে আরো অনেক বাংলাদেশি সৌদি আরবে উদ্যোক্তা হতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানিটি সৌদি আরবে বসবাসরত সকল বাংলাদেশিদের বলে মন্তব্য করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আইয়ুব।

বিদেশের মাটিতে ইনভেস্টার হিসেবে এত বড় একটি প্রতিষ্ঠান গড়ে তোলায় মোহাম্মদ আইয়ুবকে ধন্যবাদ জানান অনুষ্ঠানে আসা বাংলাদেশিরা।

দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর জুলকার নাঈম, প্রেস সচিব আসাদুজ্জামান, বিজিডিয়ারের প্রধান রাকিব হোসেন ও কোম্পানির কর্মকর্তা-কর্মচারিসহ প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সফল ব্যবসায়ী মো. আইয়ুব মূলত এসি যন্ত্রাংশের শোরুমের পাশাপাশি দেশটিতে ভারত, পাকিস্তান, সৌদি আরবের যে কজন এসি যন্ত্রাংশের আমদানিকারক রয়েছেন, তাদের সবাইকে পেছনে ফেলে প্রথম হয়েছেন।

ব্যবসায়ী আইয়ুবের আমদানিকৃত এসি যন্ত্রাংস, আমেরিকা, কোরিয়া, ভিয়েতনাম, ইন্ডিয়া, চায়নাসহ বিভিন্ন দেশ থেকে আসে। এসব যন্ত্রাংশ দেশটির বিভিন্ন ডিস্ট্রিকে শতাধিকের বেশি ডিস্ট্রিবিউটারদের মাধ্যমে বিক্রি করা হয়।

তার এই উদ্যোগের ফলে বহু বাংলাদেশি কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এছাড়া দেশটির রিয়াদ, জেদ্দা, দাম্মামসহ বিভিন্ন জেলা শহরগুলোতে তার রয়েছে একাধিক শোরুম ও ওয়্যার হাউজ। নিরাপত্তা ও পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে বাংলাদেশেও বিনিয়োগের আশাবাদ ব্যক্ত করেন সফল এই বাংলাদেশি ব্যবসায়ী।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দরপতনের শীর্ষে ফাইন ফুডস

  • ৭ জানুয়ারী ২০২৫