1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন

পাঁচ বছর পর দ্যুতি ছড়াচ্ছে শেয়ারটি

  • আপডেট সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

প্রায় ৫ বছর লেনদেন বন্ধ ছিল শেয়ারবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের। বিদায়ী সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১০ মার্চ) কোম্পানিটির শেয়ার লেনদেনে ফিরে।

এতদিন শেয়ারটির বিনিয়োগকারীরা হতাশার মধ্যে দিনাতিপাত করেছিল। কিন্তু কোম্পানিটির শেয়ার লেনদেনে ফিরেই বিনিয়োগকারীদের সেই হতাশায় যেন দ্যুতি ছড়াচ্ছে।

প্রথমদিন কোম্পানিটির শেয়ার লেনদেনের শুরুতেই সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দামে ক্রেতাশুন্য হয়ে যায়। তারপরের চার দিনও একই রমক দৃশ্য দেখেছে বিনিয়োগকারীরা। লেনদেনের শুরুতেই সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দামে ক্রেতাশুন্য।

সপ্তাহের ব্যবধানে পিপলস লিজিংয়ের শেয়ার দাম বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৩৯.৩৯ শতাংশ।

এর আগে, গত বৃহস্পতিবার (৭ মার্চ) ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় ১০ মার্চ থেকে ‘জেড’ ক্যাটাগরির অধীনে কোম্পানির শেয়ারের লেনদেন পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এই কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছিল। এরপর গত ৭ মার্চ পর্যন্ত ১৫ দিন পরপর কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়েছে ডিএসই।

২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। ২০০৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত কোম্পানিটি বিনিয়োগকারীদের ভালো ডিভিডেন্ড দিয়েছে। এরমধ্যে ২০১০ সালে ডিভিডেন্ড দিয়েছে ৭৫ শতাংশ বোনাস। ২০১৪ সালে ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ বোনাস। এরপর বিনিয়োগকারীদের আর ডিভিডেন্ড দেয়নি।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২৮ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৫৯৭টি। এরমধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ২৩.২১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮.৬২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.১৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬৭.৯৮ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ