1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:০২ অপরাহ্ন

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বিশাল নিয়োগ, পদ ৩০১৭

  • আপডেট সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত জনবল নিয়োগের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে ১৫ ক্যাটাগরির পদে মোট ৩ হাজার ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটরপদসংখ্যা:যোগ্যতা: স্নাতক বা সমমান পাস। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)

২. পদের নাম: সার্ভেয়ারপদসংখ্যা: ২৭২যোগ্যতা: চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি ডিগ্রি থাকতে হবে।বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)

৩.পদের নাম: ট্রাভার্স সার্ভেয়ারপদসংখ্যা: ১০যোগ্যতা: চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি ডিগ্রি থাকতে হবে।বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)

৪. পদের নাম: কম্পিউটারপদসংখ্যা: ১৩যোগ্যতা: চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি ডিগ্রি থাকতে হবে।বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)

৫. পদের নাম: ড্রাফটসম্যান কাম এরিয়া এক্সিমেটর কাম সিটকিপারপদসংখ্যা: ২৯৫যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসবেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)

৬. পদের নাম: ড্রাইভারপদসংখ্যা: ১২যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)

৭. পদের নাম: নাজির কাম ক্যাশিয়ারপদসংখ্যা: ১৭যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসবেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৮. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকপদসংখ্যা: ২১যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসবেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৯. পদের নাম: পেশকারপদসংখ্যা: ৩৭৮যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসবেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

১০. পদের নাম: রেকর্ডকিপারপদসংখ্যা: ২৯১যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসবেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

১১. পদের নাম: খারিজ সহকারীপদসংখ্যা: ৪৭৪যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসবেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

১২. পদের নাম: যাঁচ মোহরারপদসংখ্যা: ৪২২যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসবেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

১৩. পদের নাম: কপিস্ট কাম বেঞ্চ সহকারীপদসংখ্যা: ৪৮০যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসবেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

১৪. পদের নাম: অফিস সহায়কপদসংখ্যা: ১৮২যোগ্যতা: এসএসসি বা সমমান পাসবেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)

১৫. পদের নাম: চেইনম্যানপদসংখ্যা: ১৪৫যোগ্যতা: এসএসসি বা সমমান পাসবেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: ১, ৭ ও ১২ নম্বর পদের ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

২ নম্বর পদের ক্ষেত্রে মানিকগঞ্জ, শরীয়তপুর, কুমিল্লা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও পটুয়াখালী; ৩ নম্বর পদের ক্ষেত্রে চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা ও সিরাজগঞ্জ; ৪ নম্বর পদের ক্ষেত্রে খাগড়াছড়ি, পাবনা, সিরাজগঞ্জ ও পটুয়াখালী; ৫ নম্বর পদের ক্ষেত্রে নাটোর ও নড়াইল; ৬ নম্বর পদের ক্ষেত্রে চাঁদপুর, নোয়াখালী, জয়পুরহাট ও ঝিনাইদহ জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই।

৮ নম্বর পদের ক্ষেত্রে রাঙামাটি, কুড়িগ্রাম, নড়াইল, সাতক্ষীরা ও সিলেট; ৯ ও ১০ নম্বর পদের ক্ষেত্রে রাঙামাটি; ১১ নম্বর পদের ক্ষেত্রে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি; ১৩ নম্বর পদের ক্ষেত্রে বান্দরবান ও কুষ্টিয়া; ১৪ নম্বর পদের ক্ষেত্রে গোপালগঞ্জ, মাদারীপুর, বান্দরবান, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, ঝিনাইদহ ও নড়াইল এবং ১৫ নম্বর পদের ক্ষেত্রে শরীয়তপুর, বান্দরবান, চাঁদপুর, খাগড়াছড়ি, নোয়াখালী, রাঙামাটি, লালমনিরহাট, নড়াইল, বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই। তবে সব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা

২৪ মার্চ ২০২৪ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজেরে মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ১৩ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ১৪ ও ১৫ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।আবেদনের সময়সীমা: ২৪ মার্চ থেকে ৩০ এপ্রিল ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ