1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

 কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল তিন বছরের মধ্যে সর্বনিম্নে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে মূল্যসূচক টানা ও ভয়াবহ পতনে রয়েছে। এক্ষেত্রে লেনদেনও কমছে। এমন পতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে গেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশনের ৪ বছরের জন্য নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে আগামি মে মাসে। তাদের মেয়াদের শেষ দিকে এসে শেয়ারবাজার টানা পতনে রয়েছে। এতে কমিশনের প্রতি বিনিয়োগকারীদের ক্ষোভ বাড়ছে।

বৃহস্পতিবার ডিএসইএক্স মূল্যসূচকটি ৬ পয়েন্ট কমে ৫৯৬৮ পয়েন্টে নেমেছে। যা বিগত ২০২১ সালের ২৬ মে’র মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ ২০২১ সালের ২৫ মে আজকের থেকে নিচে সূচকটি ছিল।

বৃহস্পতিবার ডিএসইতে ৫১৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৮৩ কোটি ৩০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩১ কোটি ৩৪ লাখ টাকার বা ৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৬৫ টি বা ৪১.৮৮ শতাংশের। আর দর কমেছে ১৭১ টি বা ৪৩.৪০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৮ টি বা ১৪.৭২ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৫ টির, কমেছে ৮৯ টির এবং পরিবর্তন হয়নি ৩৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৭০৯০ পয়েন্টে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দরপতনের শীর্ষে ফাইন ফুডস

  • ৭ জানুয়ারী ২০২৫