1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

জুয়েলারি শিল্পে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

বাংলাদেশের জুয়েলারি শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা। ঢাকা সফররত দেশটির ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানিয়েছে।

বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল বুধবার ঢাকায় বাজুস কার্যালয়ে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে সংগঠনের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জুয়েলারি খাতে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেন দেশটির ব্যবসায়ীরা। তারা বলেন, বাংলাদেশে জুয়েলারি খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশও দক্ষিণ আফ্রিকায় বিনিয়োগ করতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলের সদস্য নোকুথুলা নোকি এনডলভ বলেন, বাংলাদেশে জুয়েলারি খাতে বিনিয়োগের অপার সম্ভাবনা আছে। সঠিকভাবে বিনিয়োগ করা হলে জুয়েলারি শিল্প এগিয়ে যাবে।

বাজুসের সহসভাপতি মাসুদুর রহমান দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলকে এ খাতে বিনিয়োগ করার আহ্বান জানান। বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্য পবন কুমার আগরওয়ালা বলেন, দেশে ডায়মন্ড খচিত অলংকারের চাহিদা দিন দিন বাড়ছে। কিন্তু বড় আকারে কোনো ডায়মন্ড কাটিং কারখানা নেই। এ ধরনের কারখানা স্থাপনে বিনিয়োগ করলে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা লাভবান হবেন।

বৈঠকে বাজুসের প্রতিনিধি দলে ছিলেন সহসভাপতি এম এ হান্নান আজাদ, রিপনুল হাসান, জয়নাল আবেদীন, সহসম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দরপতনের শীর্ষে ফাইন ফুডস

  • ৭ জানুয়ারী ২০২৫