1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন

পাঁচ বছর পর লেনদেন শুরু পিপলস লিজিংয়ের, ক্রেতা অনেক কিন্তু বিক্রেতা কম

  • আপডেট সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
PLFS-LTD

প্রায় পাঁচ বছর পর আজ রোববার লেনদেন শুরু হয়েছে আর্থিক খাতের প্রতিষ্ঠান পিপলস লিজিংয়ের। ২০১৯ সালের জুলাই মাস থেকে শেয়ারবাজারে এই কোম্পানির লেনদেন বন্ধ ছিল।

দিনের শুরু থেকেই আজ পিপলস লিজিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ ছিল। বিপুলসংখ্যক মানুষ এই শেয়ার কিনতে চাইলেও বিক্রেতা ছিল হাতে গোনা। এতে দিনের শুরুতেই এই কোম্পানির শেয়ারের দাম ১০ শতাংশ বেড়ে ৩ টাকা ৩০ পয়সায় উঠে যায়; এখন পর্যন্ত এটি শেয়ারবাজারের সবচেয়ে কমদামি শেয়ার। দিনের প্রথম ঘণ্টায় আজ এই কোম্পানির প্রায় ৮৭ হাজার শেয়ার লেনদেন হয়েছে।

আর্থিক কেলেঙ্কারির জন্য দেশজুড়ে বহুল আলোচিত ব্যক্তি প্রশান্ত কুমার (পি কে) হালদারের কারণে কোম্পানিটি একসময় প্রায় দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে যায়। তখন গ্রাহকের আমানতের টাকা ফেরত দিতে পারছিল না প্রতিষ্ঠানটি।

একপর্যায়ে বাংলাদেশ ব্যাংক কোম্পানিটি বিলুপ্ত বা অবসায়নের উদ্যোগ নেয়। এ কারণে ২০১৯ সালের জুলাইয়ে শেয়ারবাজারে কোম্পানিটির লেনদেন বন্ধ করা হয়। সম্প্রতি কোম্পানিটিকে আবার লেনদেনে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়।

এরপর গত বৃহস্পতিবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এই শেয়ার লেনদেনের সিদ্ধান্ত হয়। সেদিন ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য এ তথ্য প্রকাশ করা হয়। সে অনুযায়ী, কোম্পানিটি ‘জেড’ শ্রেণিভুক্ত হয়ে লেনদেন শুরু করেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দরপতনের শীর্ষে ফাইন ফুডস

  • ৭ জানুয়ারী ২০২৫