সপ্তাহের ব্যবধানে অর্থাৎ ৩ মার্চ থেকে ৭ মার্চ, ২০২৪ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর ১৮.০২ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে কোম্পানিটি সর্বমোট ২৭ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। যা গড়ে প্রতিদিন লেনদেন হয় ৫ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটির শেয়াররের সর্বশেষ লেনদেন দর ৫৮ টাকা ৩০ পয়সা। ঐদিন কোম্পানিটি ১৩ লাখ ৯০ হাজার ৫৩৩টি শেয়ার লেনদেন করে।
এদিকে সপ্তাহের ব্যবধানে গেইনার তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে জি কিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহটিতে এই কোম্পানির শেয়ারের দর ১৬.৩২ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে কোম্পানিটি সর্বমোট ২৩ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। কোম্পানিটি “বি” ক্যাটাগরির অধীনে রয়েছে।
গোল্ডেন সন লিমিটেড রয়েছে এই তালিকার তৃতীয় স্থানে। কোম্পানিটির শেয়ারের দর আলোচিত সপ্তাহে বেড়েছে ১৫.৭৬ শতাংশ।
গত ০৩ মার্চ থেকে ৭ মার্চ, ২০২৪ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফাইন ফুডস, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ, আফতাব অটোমোবাইলস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, বীকন ফার্মাসিউটিক্যালস, আইবিবিএল মুদারাবা চিরস্থায়ী বন্ড এবং আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেড।