1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন

পরিবারে নির্যাতনের শিকার হলেও নারী বিচার চান কম

  • আপডেট সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

স্বামীর নির্যাতনের শিকার হয়ে দুই দিন হাসপাতালে থাকতে হয়েছিল মেয়েটিকে। পরে বাধ্য হয়ে স্বামীর দাবি অনুযায়ী ৫০ হাজার টাকা দেয় তাঁর পরিবার। তাতেও সংসার টেকেনি। গত ১৯ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে একটি বাড়ির উঠানে বসে কথা হয় মেয়েটির (২০) সঙ্গে। দুই বছরের সংসারজীবনের অশান্তির গল্পগুলো তিনি শুনিয়েছিলেন।

মেয়েটির বাড়ি উপজেলার রাজাপুর ইউনিয়নের আগুরিয়া চর গ্রামে। বর্ষাকালে নৌকায় যাতায়াত করতে হয়। এখন পানি কম। বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এনডিপি) কাজে হাঁটাপথে আমবাড়িয়ায় এসেছেন। পঞ্চম শ্রেণি পাস মেয়েটি সেখানে সেলাই প্রশিক্ষণ নিয়েছেন।

মেয়েটি বলছিলেন, আট মাস আগে বিবাহবিচ্ছেদ হয়েছে। নির্যাতন বা দেনমোহরের দুই লাখ টাকা আদায়ে কখনো আইনি সাহায্য নেননি। তাঁর ভাষায়, ‘মামলার পেছনে কে দৌড়াবে! বাবা-মা মেনে নিছে, আমিও মেনে নিছি।’

উপজেলার পাকা সড়কের দুই পাশে সবুজ গাছ, ফসলের খেত, খাল, কোনো কোনো খালের পাশে তাঁবু গেড়ে বেদে পরিবারের বসবাস। পাশে লোকালয়ে তাঁতের খুটখাট শব্দ বা পাওয়ার লুমের (বৈদ্যুতিক তাঁত) অবিরাম যান্ত্রিক শব্দ। নির্জন গ্রামে রাত ১১টা পর্যন্ত তাঁতের শব্দ এলাকার মানুষের নাকি গা–সওয়া হয়ে গেছে। সেই রকমই পারিবারিক নির্যাতনও ভয়াবহভাবে তাঁদের যেন গা–সওয়া হয়ে উঠেছে।

গত ১৯ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের বেলকুচির রাজাপুর ইউনিয়নের আগুরিয়া চরের ওই মেয়েটিসহ আশপাশের আগুরিয়া, হরিনাথপুর, মোকিমপুর, চন্দ্রপাড়া, বৈলগাছি গ্রামের ২১ নারীর সঙ্গে কথা হয়। তিন–চারজন ছাড়া বাকিরা কমবেশি স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন। তিনজন গ্রাম্য সালিসে বিচার দিলেও কখনো থানায় অভিযোগ বা মামলা করেননি।

ওই নারীদের কেউ কেউ বলেন, মারামারির মধ্যেই টিকে থাকতে হয়। আর্থিক সংকটের কারণে নির্যাতনের ঘটনা বেশি। তাই সংসারের আয়ের জন্য তাঁরা কাজ করেন। ওই নারীদের ১৬ জন তাঁত ও জমিতে কাজ করেন। দুজন ছিলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী ওয়ার্ডের সাবেক সদস্য।

সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ অথবা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩ ও ২০২০) বা অন্য কোনো প্রাসঙ্গিক আইনে তাঁরা বিচার চান না।

চর, উপকূল, পার্বত্য ও হাওর এলাকার ১৪ জেলার ১৪টি উপজেলার ২৮টি ইউনিয়নে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন পরিচালিত এক জরিপে বলা হয়েছে, গত বছর প্রায় ৩১ শতাংশ নারী শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন।

কমিউনিটিভিত্তিক জলবায়ু–সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া)’ শীর্ষক প্রকল্পের আওতায় এক হাজারের বেশি নারী-পুরুষের ওপর জরিপটি চালানো হয়। এতে বলা হয়েছে, নানামুখী নির্যাতনের ধরন সম্পর্কে সচেতনতার অভাবে তাঁরা অনেক সময় বুঝতে পারেন না, নির্যাতনের শিকার হয়েছেন। ফলে নির্যাতনের শিকার হলেও মাত্র ১৬ শতাংশ মামলা করেন। ওই জরিপ এলাকার মধ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাও ছিল।

পরিবারে নির্যাতনের শিকার হলেও নারী বিচার চান কম

বিবিএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৭৩ শতাংশ নারী কোনো না কোনো সময় স্বামীর নির্যাতনের শিকার হয়েছেনপ্রতীকী ছবি

স্বামীর নির্যাতনের শিকার হয়ে দুই দিন হাসপাতালে থাকতে হয়েছিল মেয়েটিকে। পরে বাধ্য হয়ে স্বামীর দাবি অনুযায়ী ৫০ হাজার টাকা দেয় তাঁর পরিবার। তাতেও সংসার টেকেনি। গত ১৯ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে একটি বাড়ির উঠানে বসে কথা হয় মেয়েটির (২০) সঙ্গে। দুই বছরের সংসারজীবনের অশান্তির গল্পগুলো তিনি শুনিয়েছিলেন।

মেয়েটির বাড়ি উপজেলার রাজাপুর ইউনিয়নের আগুরিয়া চর গ্রামে। বর্ষাকালে নৌকায় যাতায়াত করতে হয়। এখন পানি কম। বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এনডিপি) কাজে হাঁটাপথে আমবাড়িয়ায় এসেছেন। পঞ্চম শ্রেণি পাস মেয়েটি সেখানে সেলাই প্রশিক্ষণ নিয়েছেন।

মেয়েটি বলছিলেন, আট মাস আগে বিবাহবিচ্ছেদ হয়েছে। নির্যাতন বা দেনমোহরের দুই লাখ টাকা আদায়ে কখনো আইনি সাহায্য নেননি। তাঁর ভাষায়, ‘মামলার পেছনে কে দৌড়াবে! বাবা-মা মেনে নিছে, আমিও মেনে নিছি।’

আরও পড়ুন

ঈদের ছুটিতে নারী নির্যাতন বেড়েছে

উপজেলার পাকা সড়কের দুই পাশে সবুজ গাছ, ফসলের খেত, খাল, কোনো কোনো খালের পাশে তাঁবু গেড়ে বেদে পরিবারের বসবাস। পাশে লোকালয়ে তাঁতের খুটখাট শব্দ বা পাওয়ার লুমের (বৈদ্যুতিক তাঁত) অবিরাম যান্ত্রিক শব্দ। নির্জন গ্রামে রাত ১১টা পর্যন্ত তাঁতের শব্দ এলাকার মানুষের নাকি গা–সওয়া হয়ে গেছে। সেই রকমই পারিবারিক নির্যাতনও ভয়াবহভাবে তাঁদের যেন গা–সওয়া হয়ে উঠেছে।

গত ১৯ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের বেলকুচির রাজাপুর ইউনিয়নের আগুরিয়া চরের ওই মেয়েটিসহ আশপাশের আগুরিয়া, হরিনাথপুর, মোকিমপুর, চন্দ্রপাড়া, বৈলগাছি গ্রামের ২১ নারীর সঙ্গে কথা হয়। তিন–চারজন ছাড়া বাকিরা কমবেশি স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন। তিনজন গ্রাম্য সালিসে বিচার দিলেও কখনো থানায় অভিযোগ বা মামলা করেননি।

আরও পড়ুন

নারী নির্যাতন মামলার অর্ধেকই ধর্ষণের

ওই নারীদের কেউ কেউ বলেন, মারামারির মধ্যেই টিকে থাকতে হয়। আর্থিক সংকটের কারণে নির্যাতনের ঘটনা বেশি। তাই সংসারের আয়ের জন্য তাঁরা কাজ করেন। ওই নারীদের ১৬ জন তাঁত ও জমিতে কাজ করেন। দুজন ছিলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী ওয়ার্ডের সাবেক সদস্য।

মামলার পেছনে কে দৌড়াবে! বাবা-মা মেনে নিছে, আমিও মেনে নিছি।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্বামীর নির্যাতনের শিকার এক নারী

ADVERTISEMENT

সরকারি-বেসরকারি দুটি গবেষণায় দেখা যায়, দেশে দুই-তৃতীয়াংশ নারী পারিবারিক নির্যাতনের শিকার হলেও আইনি ব্যবস্থা নেওয়ার হার মাত্র ৩ শতাংশ। সচেতনতার অভাব, সংসারে টিকে থাকার ইচ্ছা, লোকলজ্জা ও অর্থ খরচের ভয়ে অধিকাংশ নারী থানায় অভিযোগ করেন না। পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ অথবা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩ ও ২০২০) বা অন্য কোনো প্রাসঙ্গিক আইনে তাঁরা বিচার চান না।

চর, উপকূল, পার্বত্য ও হাওর এলাকার ১৪ জেলার ১৪টি উপজেলার ২৮টি ইউনিয়নে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন পরিচালিত এক জরিপে বলা হয়েছে, গত বছর প্রায় ৩১ শতাংশ নারী শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন।

পাশে লোকালয়ে তাঁতের খুটখাট শব্দ বা পাওয়ার লুমের (বৈদ্যুতিক তাঁত) অবিরাম যান্ত্রিক শব্দ। নির্জন গ্রামে রাত ১১টা পর্যন্ত তাঁতের শব্দ এলাকার মানুষের নাকি গা–সওয়া হয়ে গেছে। সেই রকমই পারিবারিক নির্যাতনও ভয়াবহভাবে তাঁদের যেন গা–সওয়া হয়ে উঠেছে।

‘কমিউনিটিভিত্তিক জলবায়ু–সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া)’ শীর্ষক প্রকল্পের আওতায় এক হাজারের বেশি নারী-পুরুষের ওপর জরিপটি চালানো হয়। এতে বলা হয়েছে, নানামুখী নির্যাতনের ধরন সম্পর্কে সচেতনতার অভাবে তাঁরা অনেক সময় বুঝতে পারেন না, নির্যাতনের শিকার হয়েছেন। ফলে নির্যাতনের শিকার হলেও মাত্র ১৬ শতাংশ মামলা করেন। ওই জরিপ এলাকার মধ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাও ছিল।

আরও পড়ুন

নারী নির্যাতন: বিচারকের বিরুদ্ধে আসামির সঙ্গে আপসের জন্য চাপ প্রয়োগের অভিযোগ

নারী নির্যাতন বিষয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ‘রিপোর্ট অন ভায়োলেন্স এগেইনস্ট উইমেন সার্ভে ২০১৫’ প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৭৩ শতাংশ নারী কোনো না কোনো সময় স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু ৩৯ শতাংশ নারী অভিযোগ করার প্রয়োজন বোধ করেন না। লোকলজ্জা, সামাজিক মর্যাদা, পরিবারের সম্মানহানির ভয়ে প্রায় ২৭ শতাংশ নারী অভিযোগ জানাতে চান না।

এমন এক পরিস্থিতিতে পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর সম–অধিকারের প্রত্যাশা নিয়ে আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘নারীর সম–অধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’।

পরিবারে নির্যাতনের শিকার হলেও নারী বিচার চান কম

বিবিএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৭৩ শতাংশ নারী কোনো না কোনো সময় স্বামীর নির্যাতনের শিকার হয়েছেনপ্রতীকী ছবি

স্বামীর নির্যাতনের শিকার হয়ে দুই দিন হাসপাতালে থাকতে হয়েছিল মেয়েটিকে। পরে বাধ্য হয়ে স্বামীর দাবি অনুযায়ী ৫০ হাজার টাকা দেয় তাঁর পরিবার। তাতেও সংসার টেকেনি। গত ১৯ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে একটি বাড়ির উঠানে বসে কথা হয় মেয়েটির (২০) সঙ্গে। দুই বছরের সংসারজীবনের অশান্তির গল্পগুলো তিনি শুনিয়েছিলেন।

মেয়েটির বাড়ি উপজেলার রাজাপুর ইউনিয়নের আগুরিয়া চর গ্রামে। বর্ষাকালে নৌকায় যাতায়াত করতে হয়। এখন পানি কম। বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এনডিপি) কাজে হাঁটাপথে আমবাড়িয়ায় এসেছেন। পঞ্চম শ্রেণি পাস মেয়েটি সেখানে সেলাই প্রশিক্ষণ নিয়েছেন।

মেয়েটি বলছিলেন, আট মাস আগে বিবাহবিচ্ছেদ হয়েছে। নির্যাতন বা দেনমোহরের দুই লাখ টাকা আদায়ে কখনো আইনি সাহায্য নেননি। তাঁর ভাষায়, ‘মামলার পেছনে কে দৌড়াবে! বাবা-মা মেনে নিছে, আমিও মেনে নিছি।’

আরও পড়ুন

ঈদের ছুটিতে নারী নির্যাতন বেড়েছে

উপজেলার পাকা সড়কের দুই পাশে সবুজ গাছ, ফসলের খেত, খাল, কোনো কোনো খালের পাশে তাঁবু গেড়ে বেদে পরিবারের বসবাস। পাশে লোকালয়ে তাঁতের খুটখাট শব্দ বা পাওয়ার লুমের (বৈদ্যুতিক তাঁত) অবিরাম যান্ত্রিক শব্দ। নির্জন গ্রামে রাত ১১টা পর্যন্ত তাঁতের শব্দ এলাকার মানুষের নাকি গা–সওয়া হয়ে গেছে। সেই রকমই পারিবারিক নির্যাতনও ভয়াবহভাবে তাঁদের যেন গা–সওয়া হয়ে উঠেছে।

গত ১৯ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের বেলকুচির রাজাপুর ইউনিয়নের আগুরিয়া চরের ওই মেয়েটিসহ আশপাশের আগুরিয়া, হরিনাথপুর, মোকিমপুর, চন্দ্রপাড়া, বৈলগাছি গ্রামের ২১ নারীর সঙ্গে কথা হয়। তিন–চারজন ছাড়া বাকিরা কমবেশি স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন। তিনজন গ্রাম্য সালিসে বিচার দিলেও কখনো থানায় অভিযোগ বা মামলা করেননি।

আরও পড়ুন

নারী নির্যাতন মামলার অর্ধেকই ধর্ষণের

ওই নারীদের কেউ কেউ বলেন, মারামারির মধ্যেই টিকে থাকতে হয়। আর্থিক সংকটের কারণে নির্যাতনের ঘটনা বেশি। তাই সংসারের আয়ের জন্য তাঁরা কাজ করেন। ওই নারীদের ১৬ জন তাঁত ও জমিতে কাজ করেন। দুজন ছিলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী ওয়ার্ডের সাবেক সদস্য।

মামলার পেছনে কে দৌড়াবে! বাবা-মা মেনে নিছে, আমিও মেনে নিছি।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্বামীর নির্যাতনের শিকার এক নারী

ADVERTISEMENT

সরকারি-বেসরকারি দুটি গবেষণায় দেখা যায়, দেশে দুই-তৃতীয়াংশ নারী পারিবারিক নির্যাতনের শিকার হলেও আইনি ব্যবস্থা নেওয়ার হার মাত্র ৩ শতাংশ। সচেতনতার অভাব, সংসারে টিকে থাকার ইচ্ছা, লোকলজ্জা ও অর্থ খরচের ভয়ে অধিকাংশ নারী থানায় অভিযোগ করেন না। পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ অথবা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩ ও ২০২০) বা অন্য কোনো প্রাসঙ্গিক আইনে তাঁরা বিচার চান না।

চর, উপকূল, পার্বত্য ও হাওর এলাকার ১৪ জেলার ১৪টি উপজেলার ২৮টি ইউনিয়নে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন পরিচালিত এক জরিপে বলা হয়েছে, গত বছর প্রায় ৩১ শতাংশ নারী শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন।

পাশে লোকালয়ে তাঁতের খুটখাট শব্দ বা পাওয়ার লুমের (বৈদ্যুতিক তাঁত) অবিরাম যান্ত্রিক শব্দ। নির্জন গ্রামে রাত ১১টা পর্যন্ত তাঁতের শব্দ এলাকার মানুষের নাকি গা–সওয়া হয়ে গেছে। সেই রকমই পারিবারিক নির্যাতনও ভয়াবহভাবে তাঁদের যেন গা–সওয়া হয়ে উঠেছে।

‘কমিউনিটিভিত্তিক জলবায়ু–সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া)’ শীর্ষক প্রকল্পের আওতায় এক হাজারের বেশি নারী-পুরুষের ওপর জরিপটি চালানো হয়। এতে বলা হয়েছে, নানামুখী নির্যাতনের ধরন সম্পর্কে সচেতনতার অভাবে তাঁরা অনেক সময় বুঝতে পারেন না, নির্যাতনের শিকার হয়েছেন। ফলে নির্যাতনের শিকার হলেও মাত্র ১৬ শতাংশ মামলা করেন। ওই জরিপ এলাকার মধ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাও ছিল।

আরও পড়ুন

নারী নির্যাতন: বিচারকের বিরুদ্ধে আসামির সঙ্গে আপসের জন্য চাপ প্রয়োগের অভিযোগ

নারী নির্যাতন বিষয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ‘রিপোর্ট অন ভায়োলেন্স এগেইনস্ট উইমেন সার্ভে ২০১৫’ প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৭৩ শতাংশ নারী কোনো না কোনো সময় স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু ৩৯ শতাংশ নারী অভিযোগ করার প্রয়োজন বোধ করেন না। লোকলজ্জা, সামাজিক মর্যাদা, পরিবারের সম্মানহানির ভয়ে প্রায় ২৭ শতাংশ নারী অভিযোগ জানাতে চান না।

এমন এক পরিস্থিতিতে পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর সম–অধিকারের প্রত্যাশা নিয়ে আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘নারীর সম–অধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’।

বিবিএসের এক জরিপ বলছে প্রায় ৭৩ শতাংশ নারী কোনো না কোনো সময় স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু ৩৯ শতাংশ নারী অভিযোগ করার প্রয়োজন বোধ করেন না। লোকলজ্জা, সামাজিক মর্যাদা, পরিবারের সম্মানহানির ভয়ে প্রায় ২৭ শতাংশ নারী অভিযোগ জানাতে চান না।

নির্যাতন সয়ে যাচ্ছেন তাঁরা

দুই সন্তানের মা বৈলগাছি গ্রামের এক নারী (৩৭) বললেন, একদিন সকালে তিনি স্বামীকে কাজে যেতে ঘুম থেকে ডাকলে হাতের কাছে থাকা কাঠের টুকরা দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। মারের চোটে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। নিয়মিত নির্যাতনের শিকার হলেও একবার শুধু ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছিলেন।

ওই গ্রামের আরেক নারী (৩৪) বলেন, ‘ইট, লাঠি, বাটাম (কাঠের টুকরা)—হাতের কাছে যা পায়, তা দিয়ে স্বামী বাড়ি মারে।’ তিনি বলেন, ইউপি চেয়ারম্যান, সদস্য বা থানা–পুলিশ যেখানেই অভিযোগ জানাতে যাবেন, সেখানেই টাকা লাগে। তাই যান না।

ফলো করুন

বিবিএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৭৩ শতাংশ নারী কোনো না কোনো সময় স্বামীর নির্যাতনের শিকার হয়েছেনপ্রতীকী ছবি

স্বামীর নির্যাতনের শিকার হয়ে দুই দিন হাসপাতালে থাকতে হয়েছিল মেয়েটিকে। পরে বাধ্য হয়ে স্বামীর দাবি অনুযায়ী ৫০ হাজার টাকা দেয় তাঁর পরিবার। তাতেও সংসার টেকেনি। গত ১৯ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে একটি বাড়ির উঠানে বসে কথা হয় মেয়েটির (২০) সঙ্গে। দুই বছরের সংসারজীবনের অশান্তির গল্পগুলো তিনি শুনিয়েছিলেন।

মেয়েটির বাড়ি উপজেলার রাজাপুর ইউনিয়নের আগুরিয়া চর গ্রামে। বর্ষাকালে নৌকায় যাতায়াত করতে হয়। এখন পানি কম। বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এনডিপি) কাজে হাঁটাপথে আমবাড়িয়ায় এসেছেন। পঞ্চম শ্রেণি পাস মেয়েটি সেখানে সেলাই প্রশিক্ষণ নিয়েছেন।

মেয়েটি বলছিলেন, আট মাস আগে বিবাহবিচ্ছেদ হয়েছে। নির্যাতন বা দেনমোহরের দুই লাখ টাকা আদায়ে কখনো আইনি সাহায্য নেননি। তাঁর ভাষায়, ‘মামলার পেছনে কে দৌড়াবে! বাবা-মা মেনে নিছে, আমিও মেনে নিছি।’

আরও পড়ুন

ঈদের ছুটিতে নারী নির্যাতন বেড়েছে

উপজেলার পাকা সড়কের দুই পাশে সবুজ গাছ, ফসলের খেত, খাল, কোনো কোনো খালের পাশে তাঁবু গেড়ে বেদে পরিবারের বসবাস। পাশে লোকালয়ে তাঁতের খুটখাট শব্দ বা পাওয়ার লুমের (বৈদ্যুতিক তাঁত) অবিরাম যান্ত্রিক শব্দ। নির্জন গ্রামে রাত ১১টা পর্যন্ত তাঁতের শব্দ এলাকার মানুষের নাকি গা–সওয়া হয়ে গেছে। সেই রকমই পারিবারিক নির্যাতনও ভয়াবহভাবে তাঁদের যেন গা–সওয়া হয়ে উঠেছে।

গত ১৯ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের বেলকুচির রাজাপুর ইউনিয়নের আগুরিয়া চরের ওই মেয়েটিসহ আশপাশের আগুরিয়া, হরিনাথপুর, মোকিমপুর, চন্দ্রপাড়া, বৈলগাছি গ্রামের ২১ নারীর সঙ্গে কথা হয়। তিন–চারজন ছাড়া বাকিরা কমবেশি স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন। তিনজন গ্রাম্য সালিসে বিচার দিলেও কখনো থানায় অভিযোগ বা মামলা করেননি।

আরও পড়ুন

নারী নির্যাতন মামলার অর্ধেকই ধর্ষণের

ওই নারীদের কেউ কেউ বলেন, মারামারির মধ্যেই টিকে থাকতে হয়। আর্থিক সংকটের কারণে নির্যাতনের ঘটনা বেশি। তাই সংসারের আয়ের জন্য তাঁরা কাজ করেন। ওই নারীদের ১৬ জন তাঁত ও জমিতে কাজ করেন। দুজন ছিলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী ওয়ার্ডের সাবেক সদস্য।

মামলার পেছনে কে দৌড়াবে! বাবা-মা মেনে নিছে, আমিও মেনে নিছি।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্বামীর নির্যাতনের শিকার এক নারী

সরকারি-বেসরকারি দুটি গবেষণায় দেখা যায়, দেশে দুই-তৃতীয়াংশ নারী পারিবারিক নির্যাতনের শিকার হলেও আইনি ব্যবস্থা নেওয়ার হার মাত্র ৩ শতাংশ। সচেতনতার অভাব, সংসারে টিকে থাকার ইচ্ছা, লোকলজ্জা ও অর্থ খরচের ভয়ে অধিকাংশ নারী থানায় অভিযোগ করেন না। পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ অথবা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩ ও ২০২০) বা অন্য কোনো প্রাসঙ্গিক আইনে তাঁরা বিচার চান না।

চর, উপকূল, পার্বত্য ও হাওর এলাকার ১৪ জেলার ১৪টি উপজেলার ২৮টি ইউনিয়নে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন পরিচালিত এক জরিপে বলা হয়েছে, গত বছর প্রায় ৩১ শতাংশ নারী শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন।

পাশে লোকালয়ে তাঁতের খুটখাট শব্দ বা পাওয়ার লুমের (বৈদ্যুতিক তাঁত) অবিরাম যান্ত্রিক শব্দ। নির্জন গ্রামে রাত ১১টা পর্যন্ত তাঁতের শব্দ এলাকার মানুষের নাকি গা–সওয়া হয়ে গেছে। সেই রকমই পারিবারিক নির্যাতনও ভয়াবহভাবে তাঁদের যেন গা–সওয়া হয়ে উঠেছে।

‘কমিউনিটিভিত্তিক জলবায়ু–সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া)’ শীর্ষক প্রকল্পের আওতায় এক হাজারের বেশি নারী-পুরুষের ওপর জরিপটি চালানো হয়। এতে বলা হয়েছে, নানামুখী নির্যাতনের ধরন সম্পর্কে সচেতনতার অভাবে তাঁরা অনেক সময় বুঝতে পারেন না, নির্যাতনের শিকার হয়েছেন। ফলে নির্যাতনের শিকার হলেও মাত্র ১৬ শতাংশ মামলা করেন। ওই জরিপ এলাকার মধ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাও ছিল।

আরও পড়ুন

নারী নির্যাতন: বিচারকের বিরুদ্ধে আসামির সঙ্গে আপসের জন্য চাপ প্রয়োগের অভিযোগ

নারী নির্যাতন বিষয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ‘রিপোর্ট অন ভায়োলেন্স এগেইনস্ট উইমেন সার্ভে ২০১৫’ প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৭৩ শতাংশ নারী কোনো না কোনো সময় স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু ৩৯ শতাংশ নারী অভিযোগ করার প্রয়োজন বোধ করেন না। লোকলজ্জা, সামাজিক মর্যাদা, পরিবারের সম্মানহানির ভয়ে প্রায় ২৭ শতাংশ নারী অভিযোগ জানাতে চান না।

এমন এক পরিস্থিতিতে পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর সম–অধিকারের প্রত্যাশা নিয়ে আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘নারীর সম–অধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’।

বিবিএসের এক জরিপ বলছে প্রায় ৭৩ শতাংশ নারী কোনো না কোনো সময় স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু ৩৯ শতাংশ নারী অভিযোগ করার প্রয়োজন বোধ করেন না। লোকলজ্জা, সামাজিক মর্যাদা, পরিবারের সম্মানহানির ভয়ে প্রায় ২৭ শতাংশ নারী অভিযোগ জানাতে চান না।

নির্যাতন সয়ে যাচ্ছেন তাঁরা

দুই সন্তানের মা বৈলগাছি গ্রামের এক নারী (৩৭) বললেন, একদিন সকালে তিনি স্বামীকে কাজে যেতে ঘুম থেকে ডাকলে হাতের কাছে থাকা কাঠের টুকরা দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। মারের চোটে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। নিয়মিত নির্যাতনের শিকার হলেও একবার শুধু ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছিলেন।

ওই গ্রামের আরেক নারী (৩৪) বলেন, ‘ইট, লাঠি, বাটাম (কাঠের টুকরা)—হাতের কাছে যা পায়, তা দিয়ে স্বামী বাড়ি মারে।’ তিনি বলেন, ইউপি চেয়ারম্যান, সদস্য বা থানা–পুলিশ যেখানেই অভিযোগ জানাতে যাবেন, সেখানেই টাকা লাগে। তাই যান না।

আরও পড়ুন

চর-হাওর-উপকূল-পাহাড়ে নির্যাতনের শিকার ৩১% নারী

ওই নারী বলেন, স্বামীর মারের চোটে একবার রাগ করে কাজের খোঁজে ঢাকায় চলে যেতে চেয়েছিলেন। এসএসসি পরীক্ষার্থী একমাত্র সন্তান (১৭) বাধা দিয়ে বলেছিল, ‘মা, যাইয়ো না। আমি বড় অই। কামাই কইরা তোমাক খিলাব।’

আরেক নারী বলছিলেন, বিবাহবিচ্ছেদ বাবদ গ্রাম্য সালিসে স্বামীর কাছ থেকে সাড়ে চার হাজার টাকা আদায় করে দেন মাতবর। সেখান থেকে মাতবর নিয়ে যান দেড় হাজার টাকা।

মানুষের জন্য ফাউন্ডেশনের ওই প্রতিবেদনে বলা হয়েছে, নারীরা নির্যাতনের ঘটনায় ৭০ শতাংশ ক্ষেত্রে চেয়ারম্যানের কাছে অভিযোগ জানাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান ও পুলিশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ উমর ফারুক ২০২০ সালে আট বিভাগের ৩৯০ নারীর ওপর গবেষণা করেন। ‘ক্রিমিনাল জাস্টিস সিস্টেম স্ট্যাটাস কো অ্যান্ড রিকমেন্ডেশন ফর ডোমেস্টিক ভায়োলেন্স ভিকটিম ইন বাংলাদেশ’ (ফৌজদারি বিচার পরিস্থিতি ও বাংলাদেশে পারিবারিক সহিংসতা) শীর্ষক গবেষণায় বলা হয়, শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও যৌন—এই চার ধরনের পারিবারিক নির্যাতনের শিকার হন দেশের ৮৭ শতাংশ নারী। এর মধ্যে মাত্র ১ শতাংশ মামলা করেছেন এবং প্রায় ৩ শতাংশ সালিসি বা এনজিওর মাধ্যমে মধ্যস্থতা করেন।

ফলো করুন

বিবিএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৭৩ শতাংশ নারী কোনো না কোনো সময় স্বামীর নির্যাতনের শিকার হয়েছেনপ্রতীকী ছবি

স্বামীর নির্যাতনের শিকার হয়ে দুই দিন হাসপাতালে থাকতে হয়েছিল মেয়েটিকে। পরে বাধ্য হয়ে স্বামীর দাবি অনুযায়ী ৫০ হাজার টাকা দেয় তাঁর পরিবার। তাতেও সংসার টেকেনি। গত ১৯ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে একটি বাড়ির উঠানে বসে কথা হয় মেয়েটির (২০) সঙ্গে। দুই বছরের সংসারজীবনের অশান্তির গল্পগুলো তিনি শুনিয়েছিলেন।

মেয়েটির বাড়ি উপজেলার রাজাপুর ইউনিয়নের আগুরিয়া চর গ্রামে। বর্ষাকালে নৌকায় যাতায়াত করতে হয়। এখন পানি কম। বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এনডিপি) কাজে হাঁটাপথে আমবাড়িয়ায় এসেছেন। পঞ্চম শ্রেণি পাস মেয়েটি সেখানে সেলাই প্রশিক্ষণ নিয়েছেন।

মেয়েটি বলছিলেন, আট মাস আগে বিবাহবিচ্ছেদ হয়েছে। নির্যাতন বা দেনমোহরের দুই লাখ টাকা আদায়ে কখনো আইনি সাহায্য নেননি। তাঁর ভাষায়, ‘মামলার পেছনে কে দৌড়াবে! বাবা-মা মেনে নিছে, আমিও মেনে নিছি।’

আরও পড়ুন

ঈদের ছুটিতে নারী নির্যাতন বেড়েছে

উপজেলার পাকা সড়কের দুই পাশে সবুজ গাছ, ফসলের খেত, খাল, কোনো কোনো খালের পাশে তাঁবু গেড়ে বেদে পরিবারের বসবাস। পাশে লোকালয়ে তাঁতের খুটখাট শব্দ বা পাওয়ার লুমের (বৈদ্যুতিক তাঁত) অবিরাম যান্ত্রিক শব্দ। নির্জন গ্রামে রাত ১১টা পর্যন্ত তাঁতের শব্দ এলাকার মানুষের নাকি গা–সওয়া হয়ে গেছে। সেই রকমই পারিবারিক নির্যাতনও ভয়াবহভাবে তাঁদের যেন গা–সওয়া হয়ে উঠেছে।

গত ১৯ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের বেলকুচির রাজাপুর ইউনিয়নের আগুরিয়া চরের ওই মেয়েটিসহ আশপাশের আগুরিয়া, হরিনাথপুর, মোকিমপুর, চন্দ্রপাড়া, বৈলগাছি গ্রামের ২১ নারীর সঙ্গে কথা হয়। তিন–চারজন ছাড়া বাকিরা কমবেশি স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন। তিনজন গ্রাম্য সালিসে বিচার দিলেও কখনো থানায় অভিযোগ বা মামলা করেননি।

আরও পড়ুন

নারী নির্যাতন মামলার অর্ধেকই ধর্ষণের

ওই নারীদের কেউ কেউ বলেন, মারামারির মধ্যেই টিকে থাকতে হয়। আর্থিক সংকটের কারণে নির্যাতনের ঘটনা বেশি। তাই সংসারের আয়ের জন্য তাঁরা কাজ করেন। ওই নারীদের ১৬ জন তাঁত ও জমিতে কাজ করেন। দুজন ছিলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী ওয়ার্ডের সাবেক সদস্য।

মামলার পেছনে কে দৌড়াবে! বাবা-মা মেনে নিছে, আমিও মেনে নিছি।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্বামীর নির্যাতনের শিকার এক নারী

সরকারি-বেসরকারি দুটি গবেষণায় দেখা যায়, দেশে দুই-তৃতীয়াংশ নারী পারিবারিক নির্যাতনের শিকার হলেও আইনি ব্যবস্থা নেওয়ার হার মাত্র ৩ শতাংশ। সচেতনতার অভাব, সংসারে টিকে থাকার ইচ্ছা, লোকলজ্জা ও অর্থ খরচের ভয়ে অধিকাংশ নারী থানায় অভিযোগ করেন না। পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ অথবা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩ ও ২০২০) বা অন্য কোনো প্রাসঙ্গিক আইনে তাঁরা বিচার চান না।

চর, উপকূল, পার্বত্য ও হাওর এলাকার ১৪ জেলার ১৪টি উপজেলার ২৮টি ইউনিয়নে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন পরিচালিত এক জরিপে বলা হয়েছে, গত বছর প্রায় ৩১ শতাংশ নারী শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন।

পাশে লোকালয়ে তাঁতের খুটখাট শব্দ বা পাওয়ার লুমের (বৈদ্যুতিক তাঁত) অবিরাম যান্ত্রিক শব্দ। নির্জন গ্রামে রাত ১১টা পর্যন্ত তাঁতের শব্দ এলাকার মানুষের নাকি গা–সওয়া হয়ে গেছে। স

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ