প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার তালিকাভুক্ত দুই কোম্পানির রেকর্ড শেয়ারের লেনদেন হয়েছে। কোম্পানি দুটি হলো-সেন্ট্রাল ইন্সুরেন্স ও বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো বাংলাদেশ কোম্পানি-বিএটিবিসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি দুটির মধ্যে আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সেন্ট্রাল ইন্সুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৩ লাখ ২৮ হাজার ৬০৯টি। যার বাজার মূল্য ছিল ৫৯ কোটি ৯৩ লাখ ৯১ হাজার টাকা।
এর আগে গত বছরের ২৭ সেপ্টেম্বর কোম্পানিটির রেকর্ড শেয়ার লেনদেন হয়েছিল। ওইদিন লেনদেন হয়েছিল ৮৪ লাখ ৩ হাজার ৩০৯টি শেয়ার। ওইদিন শেয়ারটির ক্লোজিং প্রাইস ছিল ৫০ টাকা ৬০ পয়সা। আজ ক্লোজিং প্রাইস হয়েছে ৭২ টাকা ২০ পয়সা।
অন্যদিকে, আজ বিএটিবিসির শেয়ার লেনদেন হয়েছে ৯ লাখ ৩৯ হাজার ৮৭৪টি। যার বাজার মূল্য ছিল ৪১ কোটি ৫৯ লাখ ০৫ হাজার টাকা।
এর আগে গত বছরের ২৩ আগস্ট কোম্পানিটির সর্বোচ্চ শেয়ার লেনদেন হয়েছিল। ওইদিন লেনদেন হয়েছিল ৬ লাখ ৬৭ হাজার ৪৫১টি শেয়ার। ওইদিন শেয়ারটির ক্লোজিং প্রাইস ছিল ৫১৯ টাকা ২০ পয়সা। আজ ক্লোজিং প্রাইস হয়েছে ৪৪০ টাকা ৮০ পয়সা।