1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

শেষ পর্যন্ত লক্ষ্য পূরণে ব্যর্থ মিউচুয়াল ফান্ড

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
Mutual-Fund-

শেয়ারবাজারে নতুন বিনিয়োগকারীদের জন্য গঠন করা মিউচুয়াল ফান্ড শেষ পর্যন্ত লক্ষ্য পূরণে ব্যর্থ। পৃথিবীর অন্যান্য দেশের শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ডকে বিনিয়োগের নিরাপদ মাধ্যম মনে করা হলেও বাংলাদেশের শেয়ারবাজারে তার চিত্র সম্পূর্ন উল্টো। এখানে মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের নিরাপদ রাখার বদলে উল্টো ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। সম্পদ ব্যবস্থাপকদের দক্ষতা, সততা এবং স্বচ্ছতার অভাবে মিউচুয়াল ফান্ডের এই দূর্দশা বলে মনে করছেন শেয়ারবাজার বিশেষজ্ঞরা। এ খাতকে চাঙ্গা করতে সংস্কারের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামের নেতৃত্বাধীন কমিশন শেয়ারবাজারে সুশাসন নিশ্চিতে অনেকগুলো সাহসী পদক্ষেপ নিলেও এখন পর্যন্ত মিউচুয়াল ফান্ড নিয়ে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি অথচ বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি অভিযোগ মিউচুয়াল ফান্ড নিয়ে। বেশকিছু কারণে বাংলাদেশে মিউচ্যুয়াল ফান্ড জনপ্রিয় হতে পারেনি। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মিউচুয়াল ফান্ড খুবই জনপ্রিয়। কিন্তু আমাদের দেশে মিউচুয়াল ফান্ডগুলোর চিত্র সম্পূর্ণ বিপরীত।

এক দিকে মিউচুয়াল ফান্ডগুলো বিনিয়োগকারীদের ভালো মুনাফা দিতে পারছে না, অন্যদিকে বাজারকে সাপোর্টের ক্ষেত্রেও কোনো ভূমিকা রাখতে পারেনি। ফলে মিউচুয়াল ফান্ড নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে আস্থাহীনতা। যার নেতিবাচক প্রভাব পড়ছে সার্বিক শেয়ারবাজারেও।

এদিকে বাজার বিশ্লেষনে দেখা গেছে, অধিকাংশ মিউচুয়াল ফান্ডের দর অভিহিত মূল্যের নিচে। বর্তমানে তালিকাভুক্ত ৩৭ টি মিউচুয়াল ফান্ড রয়েছে। এর মধ্যে ৩৪ টি মিউচুয়াল ফান্ডের ইউনিট দর অভিহিত মূল্যের নিচে অবস্থান করছে। আর মাত্র তিনটি মিউচুয়াল ফান্ডের ইউনিট দর অভিহিত মূল্যের সামান্য উপরে রয়েছে। এ চিত্র থেকেই প্রমান হয় এ খাতের প্রতি বিনিয়োগকারীদের কতটা অনাগ্রহ রয়েছে। মিউচুয়াল ফান্ডের (মেয়াদী এবং বে-মেয়াদী) উদ্যোক্তাদের ১০ শতাংশ ইউনিট ধারন করার বাধ্যবাধকতা থাকলেও তা শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ রয়েছে।

বিনিয়োগকারীদের অভিযোগ রয়েছে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের ক্ষেত্রে ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলো তথ্য গোপন করে থাকে। শেয়ারবাজারের বাহিরে কোথাও বিনিয়োগ থাকলে সেটা সুনির্দিষ্টভাবে বিস্তারিত জানানো হয় না। এমনকি পোর্টফলিওতে যেসব শেয়ারে বিনিয়োগের কথা বলা হয়, সেসব শেয়ারে বিনিয়োগ থাকে কি না সেটা নিয়ন্ত্রক সংস্থাকে তদন্ত করার দাবি জানিয়ে আসছে বিনিয়োগকারীরা।

শেয়ারবাজার বিশ্লেষকরা বলছেন, এ খাতে স্বচ্ছতা বাড়ানো জরুরি। সে জন্য এ খাতের কিছু সংস্কার করা দরকার। বর্তমানে মোট ফান্ডের ২.৫ শতাংশ কমিশন দেয়া হয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে। সেখানে ওই ফান্ডের লাভ-ক্ষতির কোনো শর্ত নেই। ফলে ফান্ড ব্যবস্থাপনা কোম্পানির দায়বদ্ধতা অনেক কম থাকে। এখানে প্রয়োজনে তাদের কমিশন দেয়ার ক্ষেত্রে শর্ত হিসাবে লাভ-ক্ষতির হিসাব রাখা যেতে পারে। আবার ফান্ড ব্যবস্থাপকদের কে তদারকি করবে সেটাও ঠিক করা নেই। তারা শুধু এক এক প্রান্তিকে তাদের এনএভি প্রকাশ করে। আর বিএসইসিতে রিপোর্ট জমা করে। এর বাইরে কোনো ধরনের তদারকি নেই।

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান এবি মির্জ্জা আজিজুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, মিউচুয়াল ফান্ডের মূল্য অভিহিত মূল্যের নিচে নামার প্রধান কারণ হতে পরে তারা বিনিয়োগকারীদের ঠিকমতো মুনাফা দিতে পারছে না। ঠিকমতো মুনাফা দিতে না পারায় নতুন বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডের প্রতি আগ্রহী হচ্ছেন না। মিউচুয়াল ফান্ডের এ অবস্থার জন্য ফান্ড ম্যানেজারদের ব্যর্থতা একটি গুরুত্বপূর্ণ কারণ। মিউচুয়াল ফান্ডের উদ্দেশ্য হলো তারা একটি পোর্টফোলিও তৈরি করবে, যাতে বিনিয়োগকারীদের ঝুঁকি কমে যাবে। কিন্তু তাদের পোর্টফোলিও নির্বাচন যদি সঠিক না হয়, তাহলে তো বিনিয়োগকারীদের মুনাফা দিতে পারবে না।

তিনি আরও বলেন, আমাদের শেয়ারবাজারের বিনিয়োগকারীরা হুজুগে মাতে। ৩৭টি মিউচুয়াল ফান্ড রয়েছে। যা সংখ্যায় অনেক বেশি। আমাদের দেশের মত ছোট অর্থনীতির দেশে এত মিউচুয়াল ফান্ডের দরকার ছিল না। আমার সময়ে দুটির মধ্যে সীমাবদ্ধ রেখেছিলাম। যেসব মিউচুয়াল ফান্ড দেয়া হয়েছে, তাদের ব্যবসায়িক ভলিউম কম। যে কারণে তারা যথাযথ বিনিয়োগ করতে পারছেন না।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

আজ আসছে এক কোম্পানির ইপিএস

  • ১ ফেব্রুয়ারী ২০২৫
  • আয় বেড়েছে ইফাদ অটোসের

  • ৩১ জানুয়ারী ২০২৫
  • আজ দর পতনের শীর্ষ ১০ শেয়ার

  • ৩০ জানুয়ারী ২০২৫
  • topten

    আজ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

  • ৩০ জানুয়ারী ২০২৫
  • ১৬ লাখ শেয়ার কেনার ঘোষণা

  • ৩০ জানুয়ারী ২০২৫