শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগযোগ্য অবস্থায় রয়েছে যমুনা ব্যাংক। অন্যদিকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) লোকসানের মাধ্যমে স্ট্যান্ডার্ড ব্যাংকে বিনিয়োগ ঝুঁকিতে পরিণত হয়েছে।
শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) বিশ্লেষণ একটি অন্যতম হাতিয়ার। যার মাধ্যমে বিনিয়োগ ফেরত পেতে কত সময় লাগবে, তা ধারনা করা যায়। তবে মুনাফায় অস্বাভাবিক উত্থান-পতনের ব্যাংকের ক্ষেত্রে এই হিসাবটি খুব একটা কার্যকর না। এই পদ্ধতিতে বর্তমানে যমুনা ব্যাংকে বিনিয়োগকৃত টাকা সবচেয়ে কম সময়ে ফেরত পাওয়া যাবে। ব্যাংকটি থেকে বিনিয়োগ ফেরত পেতে সময় লাগবে ৪.১৮ বছর।
অন্যদিকে স্ট্যান্ডার্ড ব্যাংকে বিনিয়োগকৃত অর্থ ফেরত পেতে সবচেয়ে বেশি সময় লাগবে। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে লোকসানের কারনে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ ব্যাংকটি থেকে বিনিয়োগ ফেরত পেতে ৭০ বছর সময় লাগবে।
শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে পিই ১২ পর্যন্তকে উত্তম মনে করা হলেও ২৩টি ব্যাংকের শেয়ার দর এর নিচে রয়েছে। এমনকি ১৯টি ব্যাংকের শেয়ার দর একক পিই এর ঘরে রয়েছে।
নিম্নে তালিকাভুক্ত ব্যাংকগুলোর ৩১ আগস্টের পিই তুলে ধরা হল-
নাম | ৩১ আগস্টের পিই |
যমুনা ব্যাংক | ৪.১৮ |
সাউথইস্ট ব্যাংক | ৪.২৩ |
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক | ৪.৯৪ |
ওয়ান ব্যাংক | ৫.১০ |
এক্সিম ব্যাংক | ৫.২০ |
প্রিমিয়ার ব্যাংক | ৫.৪৫ |
মার্কেন্টাইল ব্যাংক | ৫.৬৫ |
এনসিসি ব্যাংক | ৫.৬৭ |
ব্যাংক এশিয়া | ৬.৩৯ |
ইসলামী ব্যাংক | ৬.৪২ |
ঢাকা ব্যাংক | ৬.৮২ |
ট্রাস্ট ব্যাংক | ৬.৯৩ |
ডাচ-বাংলা ব্যাংক | ৭.৪৫ |
উত্তরা ব্যাংক | ৭.৫০ |
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক | ৭.৭৭ |
পূবালি ব্যাংক | ৮.১৬ |
শাহজালাল ইসলামী ব্যাংক | ৯.৩৬ |
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক | ৯.৪১ |
ইস্টার্ন ব্যাংক | ৯.৫১ |
আল-আরাফাহ ইসলামি ব্যাংক | ১০ |
আইএফআইসি ব্যাংক | ১০ |
দি সিটি ব্যাংক | ১০.২৪ |
ন্যাশনাল ব্যাংক | ১০.৬৯ |
স্যোশাল ইসলামী ব্যাংক | ১৩.১০ |
প্রাইম ব্যাংক | ১৭.৬০ |
ব্র্যাক ব্যাংক | ২০.৮৯ |
এবি ব্যাংক | ২৪.২১ |
রূপালি ব্যাংক | ৪০.২৭ |
স্ট্যান্ডার্ড ব্যাংক | ৭০ |
আইসিবি ইসলামীক ব্যাংক | ফেরত পাওয়া যাবে না |
স্ট্যান্ডার্ড ব্যাংকের পরে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকিতে রয়েছে রূপালি ব্যাংক। এ ব্যাংকটি থেকে বিনিয়োগ ফেরত পেতে ৪০.২৭ বছর অপেক্ষা করতে হবে। এরপরে পিই ২৪.২১ নিয়ে তৃতীয় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবি ব্যাংক।
এদিকে ব্যাংকগুলোর মধ্যে একমাত্র লোকসানি আইসিবি ইসলামীক ব্যাংক থেকে বিনিয়োগ ফেরত পাওয়া যাবে না। ব্যাংকটির লোকসানের কারনে এমনটি হবে।