1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

২২ কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন

  • আপডেট সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
Z Catagory

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২২ কোম্পানির শেয়ার আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) থেকে ‘জেড’ ক্যাটেগরিতে লেনদেন হবে।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সাচেঞ্জ কমিশন (বিএসইসি) স্টক এক্সচেঞ্জ প্রেরিত একটি তালিকা গত ১৫ ফেব্রুয়ারি অনুমোদন করার প্রেক্ষিতে এই ২২ কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে। স্টক এক্সচেঞ্জের দায়িত্বশীল কর্মকর্তারা শনিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।

তবে স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা শনিবার রাতে এমন তথ্য দিলেও গত বৃহস্পতিবার বিএসইসি ও স্টক এক্সচেঞ্জ সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, কোনো কোম্পানি জেড ক্যাটেগরিতে অবনমন হবে কিনা, তা সংশ্লিষ্ট কোম্পানির ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এমনকি শনিবার সন্ধ্যায়ও সংবাদ মাধ্যমকে এমনটি জানিয়েছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম।

তবে রাতে জানা যায়, ২২টি কোম্পানিকে নির্ধারিত সময়ে এজিএম করতে না পারার ব্যর্থতায় বা টানা ছয় মাসের ব্যবসা বা উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় অথবা পুঞ্জীভূত লোকসান তার পরিশোধিত মূলধনকে ছাড়িয়ে যাওয়ার কারণে ‘জেড’ ক্যাটেগরিতে স্থানান্তরে বিএসইসি অনুমোদন দিয়েছে।

যে ২২ টি কোম্পানির শেয়ার জেড ক্যাটেগরিতে নামছে, সেগুলো হলো– অলটেক্স, আরামিট সিমেন্ট, আজিজ পাইপস, ডেল্টা স্পিনার্স, এফএএস ফাইন্যান্স, জিবিবি পাওয়ার, ইনটেক অনলাইন, ইন্টারন্যাশনাল লিজিং, কেয়া কসমেটিক্স, খুলনা প্রিন্টিং, ন্যাশনাল টি, প্রিমিয়ার লিজিং, রিজেন্ট টেক্সটাইল, রেনউইক যজ্ঞেশ্বর, রিং শাইন, সাফকো স্পিনিং, স্ট্যান্ডার্ড সিরামিক, ঢাকা ডাইং, ইউনিয়ন ক্যাপিটাল, উত্তরা ফাইন্যান্স, ইয়াকিন পলিমার এবং জাহিনটেক্স।

প্রসঙ্গত, তালিকাভুক্ত কোম্পানির মধ্যে কোনগুলো ‘জেড’ ক্যাটেগরিভুক্ত হবে, সে বিষয়ে বিএসইসি গত তিন বছরে চার দফা আইন বদলেছে। গত বৃহস্পতিবারও দুই দফায় আদেশ পরিবর্তন করে। এই নিয়ে নানা আলোচনা-সমালোচনা রয়েছে শেয়ারবাজারে।

কোম্পানিগুলোর মধ্যে ডেল্টা স্পিনিং, কেয়া কসমেটিকস ও উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টকে নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হওয়ার জন্য ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

অন্যদিকে, জিবিবি পাওয়ার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, রিজেন্ট টেক্সটাইল ও ইয়াকিন পলিমারকে ছয় মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার জন্য ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে।

এদিকে, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আরামিট সিমেন্টস, আজিজ পাইপস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইন্টারন্যাশনল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ন্যাশনাল টি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইনান্স, রেনউইক যজ্ঞেশ্বর, রিং শাইন টেক্সটাইল, সাফকো স্পিনিং, স্ট্যান্ডার্ড সিরামিক, ঢাকা ডাইং, ইউনিয়ন ক্যাপিটাল ও জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজকে সম্পদের চেয়ে দায় বেশি থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দেড় ঘণ্টায় লেনদেন ১৩২ কোটি

  • ১৯ জানুয়ারী ২০২৫