1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

সপ্তাহজুড়ে দাপট দেখিয়েছে ৮ কোম্পানি

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
share-

বিদায়ী সপ্তাহে (১১-১৫ ফেব্রুয়ারি) দেশের উভয় স্টক এক্সচেঞ্জে দাপট দেখিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি। এগুলো হলো- সিকদার ইন্সুরেন্স, তাওফিকা ফুডস, বেস্ট হোল্ডিংস, মুন্নু ফেব্রিক্স, খান ব্রাদার্স, এসবিএসি ব্যাংক, সাফকো স্পিনিং এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এই ৮ প্রতিষ্ঠান উভয় স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক গেইনার তালিকায় অবস্থান করছে। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহে প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধি বা গেইনারের তালিকার শীর্ষে অবস্থান করছে সিকদার ইন্সুরেন্স। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৫৯.৫৫ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এই কোম্পানির ২৬ কোটি ৯৭ লাখ ০৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৫ কোটি লাখ ৩৯ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রতিষ্ঠানটি গেইনার তালিকার প্রথম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে ৫৯.৫৪ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে প্রতিষ্ঠানটির ৬ কোটি ৪২ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর গেইনারের তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রীম পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৮.২৬ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ১০৯ কোটি ৪৭ লাখ ০৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ২১ কোটি ৮৯ লাখ ০৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনারের তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৫.৯৪ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির ১৮ কোটি ৯৬ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৮.২১ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ২৯৪ কোটি ৭৪ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৫৮ কোটি ৯৪ লাখ ০৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৩.৯৭ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এই কোম্পানির ২১ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর গেইনারের তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছে মুন্নু ফেব্রিক্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২০.৭১ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৩৪ কোটি ৫১ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৬ কোটি ৯০ লাখ ০৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনারের তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২০.১০ শতাংশ বেড়েছে। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৬৩ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর গেইনারের তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে খান ব্রাদার্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৭.৩৮ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৫৬ কোটি ৬৪ লাখ ০৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ১১ কোটি ৩২ লাখ ০৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনারের তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২১.৪৪ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৫ কোটি ৪৪ লাখ ০৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর গেইনারের তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে এসবিএসি ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৭.০০ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ২৪ কোটি ১৭ লাখ ০৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৪ কোটি ৮৩ লাখ ০৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে প্রতিষ্ঠানটি গেইনারের তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৬.১৬ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির ১ কোটি ০৯ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর গেইনারের তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে সাফকো স্পিনিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৫.৬৬ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৮ কোটি ১০ লাখ ০১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনারের তালিকার নবম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৬.০৭ শতাংশ বেড়েছে। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর গেইনারের তালিকার নবম স্থানে অবস্থান করেছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৪.২৯ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৯৭ লাখ ০৮ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ১৯ লাখ ০৫ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনারের তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির ইউনিট দর ১৮.৫১ শতাংশ বেড়েছে। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৪৩ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ