1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

লভ্যাংশকে সামনে রেখে ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
bank

দেশের শেয়ারবাজারে অনেক দিন পর বেশ সক্রিয় হয়ে উঠেছে ব্যাংক খাতের শেয়ার। গত কয়েকদিন ধরেই এ খাতের শেয়ারে লেনদেন ধীরে ধীরে বাড়ছে। একই সাথে বাড়ছে বেশিরভাগ ব্যাংকের শেয়ারের দাম। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এই খাতের শেয়ারের মুভমেন্টে গতি অনেক বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষ ২০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ২টি ব্যাংক। অন্যদিকে শেয়ারের মূল্য বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানির তালিকায়ও ব্যাংকের অবস্থান ছিল।

বাজার বিশ্লেষকদের মতে, সম্ভাব্য লভ্যাংশ ঘোষণাকে সামনে থাকায় এ খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। ব্যাংকগুলোর হিসাববছর ৩১ ডিসেম্বর শেষ হয়। ফেব্রুয়ারি মাসের শেষ ভাগ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন ব্যাংকের লভ্যাংশের ঘোষণা আসতে থাকে। তাই এ সময়ে সাধারণত ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। এবছরও তার ব্যাতিক্রম নয়।

তথ্য মতে, আজ ডিএসইতে এবি ব্যাংক পিএলসি’র শেয়ারের লেনদেন শুরু হয় ১০ টাকা ৯০ পয়সায়। এদিন শেয়ারটির ক্লোজিং মূল্য দাঁড়ায় ১১ টাকা ৯০ পয়সা। যা আগের দিনের চেয়ে ১ টাকা বা ৯ দশমিক ১৭ শতাংশ বেশি। মূল্য বৃদ্ধির দিক দিয়ে আজ এই ব্যাংকের অবস্থান ছিল নবম স্থানে।

এদিন আইএফআইসি ব্যাংক পিএলসি’র শেয়ারের লেনদেন শুরু হয় ১৩ টাকায়। এদিন শেয়ারটির ক্লোজিং মূল্য দাঁড়ায় ১৪ টাকায়। যা আগের দিনের চেয়ে ১ টাকা বা ৭ দশমিক ৬৯ শতাংশ বেশি। ডিএসইতে আজ ব্যাংকটির ৬২ কোটি ৪৮ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে।

আর ট্রাস্ট ব্যাংকের শেয়ারের লেনদেন শুরু হয় ২৮ টাকা ৯০ পয়সায়। এদিন শেয়ারটির ক্লোজিং মূল্য দাঁড়ায় ২৯ টাকা ৯০ পয়সায়। যা আগের দিনের চেয়ে ১ টাকা বা ৩ দশমিক ৪৬ শতাংশ বেশি।

এছাড়া শাহাজালার ইসলামী ব্যাংকের শেয়ারের মূল্য ৬০ পয়সা বা ৩ দশমিক ২৪ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৫০ পয়সা বা ৫ দশমিক ৭৫ শতাংশ, যমুনা ব্যাংকের ৫০ পয়সা বা ২ দশমিক ৩৬ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৫০ পয়সা বা ৩ দশমিক ৪০ শতাংশ এবং সাউথইস্ট ব্যাংকের ৫০ পয়সা বা ৪ দশমিক ২০ শতাংশ বেড়েছে।

ডিএসই’র তথ্য অনুযায়ী, ব্যাংক এশিয়ার শেয়ারের দাম ৪০ পয়সা বা ২ দশমিক ০৩ শতাংশ, ডাচ্-বাংলা ব্যাংকের ৪০ পয়সা বা দশমিক ৬৯ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৪০ পয়সা বা ২ দশমিক ৯২ শতাংশ, ওয়ান ব্যাংকের ৪০ পয়সা বা ৪ দশমিক ০৪ শতাংশ এবং এসবিএসি ব্যাংকের ৪০ পয়সা বা ৪ দশমিক ১৭ শতাংশ বেড়েছে।

আর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের, মার্কেন্টাইল ব্যাংকের, রুপালী ব্যাংকের, ইউসিবির এবং উত্তরা ব্যাংকের প্রতিটি শেয়ারের মূল্য বেড়েছে ৩০ পয়সা করে। এছাড়া সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, এসআইবিএল, স্টান্ডার্ড ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের শেয়ারের মূল্য বেড়েছে ২০ পয়সা করে।

তথ্য মতে, বৃহস্পতিবার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের, ইবিএলের, এক্সিম ব্যাংকের, আইসিবি ইসলামী ব্যাংকের এবং প্রাইম ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে ১০ পয়সা করে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৫টি ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এখনো ফ্লোরে আটকে আছে। এছাড়া সূচকের উত্থান-পতন হলেও দীর্ঘদিন ধরে ব্যাংক খাতের কোনো নড়চড় হচ্ছে না।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ