1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

দুই কোম্পানির পরিচালকদের শেয়ার বিক্রির ঘোষণা

  • আপডেট সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালকরা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। কোম্পানি দুটি হলো-ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ও বারাকা পাওয়ার লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানি দুটি এই তথ্য জানিয়েছে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ

কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক আশরাফুল আলম তার কাছে বিদ্যমান ৬ কোটি ৫৮ লাখ ৫৫ হাজার ১১১ শেয়ারের মধ্যে দেড় লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে বিদ্যমান বাজারদরে এ শেয়ার বিক্রি করবেন তিনি।

চলতি ২০২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১ টাকা ৫২ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫০ টাকা ৪০ পয়সায় (পুনর্মূল্যায়িত), পুনর্মূল্যায়ন ছাড়া যা ২৪৮ টাকা ৮৮ পয়সা।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরের জন্য সাধারণ বিনিয়োগকারীদের ৩০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পর্ষদ। পাশাপাশি কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের জন্য ৯০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

বারাকা পাওয়ার

বিদ্যুৎ খাতের কোম্পানিটির করপোরেট পরিচালক ফিউশন হোল্ডিংসের কাছে থাকা ১ কোটি ৯৭ লাখ ৮৭ হাজার ৯৯২ শেয়ারের মধ্যে তিন লাখ শেয়ার বিক্রির ঘোষণা করেছে। ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার ডিএসইর পাবলিক ও ব্লক মার্কেটে বিদ্যমান বাজারদরে বিক্রি করবে প্রতিষ্ঠানটি।

চলতি ২০২৩-২৪ অর্থ বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বারাকা পাওয়ারের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। আগের অর্থবছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ছিল ৯৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ২১ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর দিয়েছিল ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দেড় ঘণ্টায় লেনদেন ১৩২ কোটি

  • ১৯ জানুয়ারী ২০২৫