1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন

ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন কমেছে ২১ শতাংশ

  • আপডেট সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত থাকলেও সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে; একইসঙ্গে দৈনিক গড় লেনদেন ২০ দশমিক ৭৯ শতাংশ কমেছে। একইসঙ্গে গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ০৩ শতাংশ। আগের সপ্তাহে চার কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহেও চার কার্যদিবস লেনদেন হয়।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৩৩ পয়েন্ট বা শূন্য দশমিক ০৪ শতাংশ কমে ৬ হাজার ২৪৪ দশমিক ১৭ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ৩২ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ কমে এক হাজার ৩৬২ দশমিক ৮১ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৪৩ পয়েন্ট বা শূন্য দশমিক ০২ শতাংশ বেড়ে দুই হাজার ৯৪ দশমিক ২৬ পয়েন্টে স্থির হয়। মোট ৪০৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত ছিল ২০১ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ৩৪টির। দৈনিক গড় লেনদেন হয় ৩৯৯ কোটি ৩১ লাখ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ৫০৪ কোটি ১১ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ২০ দশমিক ৭৯ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে বিমা খাতের কোম্পানি রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৭ দশমিক ২৮ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩ কোটি ৯৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদও বেড়েছে ১৫ দশমিক ৮৬ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৪ কোটি ৭৬ লাখ ২০ হাজার টাকার ইউনিট। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৯ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৬২ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৮ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩২ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ১২ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৮ কোটি ৫৬ লাখ টাকার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩৪ কোটি ২৪ লাখ টাকা। ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ০২ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৬ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৪ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকা।

ইয়াকিন পলিমার লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ৮৯ শতাংশ। রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বেড়েছে ৭ দশমিক ৭১ শতাংশ। ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বেড়েছে ৭ দশমিক ২২ শতাংশ। আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ইউনিটদর বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৫ দশমিক ১৮ শতাংশ।

গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে আসে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৭২ লাখ ৬৮ হাজার ৮২১ শেয়ার ৭১ কোটি ৪৫ লাখ ৪০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৪ দশমিক ৪৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩ দশমিক ৩১ শতাংশ বেড়েছে। ডিএসইতে গত সপ্তাহে লেনদেনের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে আসে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ২ কোটি ২৫ লাখ ৭ হাজার ৭৩৬ শেয়ার ৬৫ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৪ দশমিক ০৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২ দশমিক ৫১ শতাংশ বেড়েছে। লেনদেনের তালিকায় এর পরের অবস্থানে উঠে আসে অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৩ কোটি ২১ লাখ ৫৫ হাজার ৬৪২ শেয়ার ৫২ কোটি ২৯ লাখ ৩০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৩ দশমিক ২৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৪ দশমিক ১৩ শতাংশ কমেছে।

ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের গত সপ্তাহে কোম্পানিটির মোট ১৩ লাখ ৭৪ হাজার ৭৩০ শেয়ার ৪৯ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৩ দশমিক ১৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর শূন্য দশমিক ৫৫ শতাংশ বেড়েছে।

খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের গত সপ্তাহে কোম্পানিটির মোট এক কোটি ৬২ লাখ ১৬ হাজার ৯২২ শেয়ার ৪৪ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ২ দশমিক ৮১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১২ দশমিক ০৪ শতাংশ কমেছে।

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের গত সপ্তাহে কোম্পানিটির মোট এক কোটি ৮ লাখ ৯৯ হাজার ৭৫৪ শেয়ার ৪৪ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ২ দশমিক ৭৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর শূন্য দশমিক ৪৯ শতাংশ কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

ব্যাংক খাতে আমানত কমেছে

  • ১৭ অক্টোবর ২০২৪