পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচক সামান্য বাড়লেও লেনদেন তলানিতেই রয়েছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮১ পয়েন্ট হয়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ৮৮টির ও অপরিবর্তীত রয়েছে ১৮৯টির দর।
আজ ডিএসইতে মোট ৪১৮ কোটি টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যেখানে ৪৬৫ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ডিএসইতে আজ দর বাড়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেট্রাল ফার্মার শেয়ারের চাহিদা হঠাৎ বেড়েছে। এদিন এ শেয়ারের দর ১ টাকা ১০ পয়সা বেড়ে ১২ টাকা ৩০ পয়সায় দাঁড়ায়। একদিনে যতটা বাড়া সম্ভব ছিল ঠিক ততটাই বেড়েছে এ শেয়ারের দর। অর্থাৎ দিনের দর বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করে।
আজ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর জন্য নতুন এক সুখবর দিয়েছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ – এ খবর ছড়িয়ে পড়লে বাজারে বীমা খাতের কোম্পানিগুলোর প্রতি আগ্রহ বাড়ে বিনিয়োগকারীদের মধ্যে। এর ফলে বীমা খাতের অধিকাংশ কোম্পানির দর বাড়ে।
সম্প্রতি আইডিআরএ-এর এক সিদ্ধান্তের ফলে এখন থেকে নন-লাইফ ইন্স্যুরেন্স বা সাধারণ বিমা কোম্পানিগুলোর পাশাপাশি লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বিমা কোম্পানিগুলোও স্ট্যান্ডালোন হেলথ ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করতে পারবে। যা ২০১৪ সালে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ওপর স্বাস্থ্য বিমা সংক্রান্ত স্ট্যান্ডালোন পলিসি বিক্রিতে বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল।
এদিকে আজ ডিএসইতে টপটেন গেইনারে ছিল- সেন্ট্রাল ফার্মা, মিডল্যান্ড ব্যাংক, মাইডাস ফাইন্যান্স, খান ব্রাদার্স, ইউনিয়ন ক্যাপিটাল, মেঘনা লাইফ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ও মেঘনা সিমেন্ট।
আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে বিএসসির। কোম্পানিটির মোট ২৩ কোটি টাকার উপরে শেয়ার লেনদেন হয়।