1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন

পতনে লেনদেন শেষ পুজিবাজারে

  • আপডেট সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
dse cse poton

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ জুন) দেশের প্রধান পুজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পতনের দিনে বেড়েছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি সপ্তাহের চার কার্যদিবসের সব দিনেই কমেছে সূচক। লেনদেনও কমেছে বেশিরভাগ সময়। সূচক ও লেনদেনের এমন পতনে আতঙ্কিত সাধারণ বিনিয়োগকারীরা। টানা পতনে পুজিবাজার কোন পথে হাঁটছে এমন প্রশ্নই জেগেছে বিনিয়োগকারীদের মাঝে।

জানা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮১ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫ টির, দর কমেছে ১১৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৫ টির। ডিএসইতে ৭২৩ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫৪ কোটি ১৯ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৬৬৯ কোটি ১৪ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৪৮ পয়েন্টে। সিএসইতে ২১৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৯ টির দর বেড়েছে, কমেছে ৮৯ টির এবং ৯৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

ব্যাংক খাতে আমানত কমেছে

  • ১৭ অক্টোবর ২০২৪