পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার শেয়ার দর বাড়ায় বড় চমক দেখিয়েছে পাঁচ কোম্পানি। কোম্পানিগুলো হলো- বিডি অটোকারস, লিগ্যাসি ফুটওয়্যার, লুব রেফ বাংলাদেশ, এসকে ট্রিমস ও ট্রাস্ট ইসলামী লাইফ। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ সোমবার বিডি অটোকারসের শেয়ার দর ১৫ টাকা ৮০ পয়সা বেড়ে ১৭৩ টাকা ৯০ পয়সায় দাঁড়ায়। এছাড়া লিগ্যাসি ফুটওয়্যারের দর ১০ টাকা ৬০ পয়সা বেড়ে ১১৬ টাকা ৭০ পয়সায়, লুব রেফ বাংলাদেশের সাড়ে তিন টাকা বেড়ে ৩৮ টাকা ৬০ পয়সায়, এসকে ট্রিমসের দর ২ টাকা ৭০ পয়সা বেড়ে ৩০ টাকা ৬০ পয়সায়, ট্রাস্ট ইসলামী লাইফের দর ৪ টাকা ৯০ পয়সা বেড়ে ৫৪ টাকা ২০ পয়সায় দাঁড়ায়।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে ৬ হাজার ৩৫৬ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১১১টির ও অপরিবর্তীত রয়েছে ১৭৯টি কোম্পানির শেয়ার দর।
আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ২৫৬ কোটি ৬৮ লাখ টাকার বেশি। আগের কার্যদিবসে যেখানে লেনদেন হয়েছিল ১ হাজার ২৫৪ কোটি ৪০ লাখ ৯৫ হাজার টাকা।
সর্বোচ্চ দর বাড়া দশ কোম্পানির শীর্ষে ছিল বিডি অটোকারস। এর পর পর্যায়ক্রমে ছিল লিগ্যাসি ফুটওয়্যার, লুব রেফ বাংলাদেশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, ডেল্টা লাইফ, এডভেন্ট ফার্মা, মির আকতার, মেঘনা লাইফ ও বেঙ্গল উইন্ডসোর।
অন্যদিকে সর্বোচ্চ দর কমা দশ কোম্পানির শীর্ষে ছিল, ন্যাশনাল টি। এর পর পর্যায়ক্রমে ছিল নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং, মেঘনা ইন্স্যুরেন্স, সোনালী লাইফ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স।
টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হওয়া দশ কোম্পানির শীর্ষে ছিল লুব রেফ বাংলাদেশ। এর পর পর্যায়ক্রমে ছিল মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রিফ্যুয়েলিং, আইটিসি, রূপালী লাইফ, আরডি ফুড, নাভানা ফার্মা, অগ্নি সিস্টেম, এডভেন্ট ফার্মা ও লাফার্জ হোলসিম বাংলাদেশ।