শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ক্যাটাগরীর কোম্পানিগুলোর মধ্যে বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি শেয়াদর বেড়েছে দুই কোম্পানির। যে কারণে বিদায়ী সপ্তাহে এই দুই কোম্পানির বিনিয়োগকারীরা কিছুটা ফুরফুরে মেজাজে ছিল। এই দুই কোম্পানির মধ্যে রয়েছে মেঘনা পেট এবং এমারেল্ড অয়েল লিমিটেড।
জানা গেছে, বিদায়ী সপ্তাহের শুরুতে মেঘনা পেটের শেয়ারদর ছিল ২৯ টাকা ১০ পয়সা। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৮ টাকায়। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১০ টাকা ৯০ পয়সা বা ২৯.৩৮ শতাংশ।
অন্যদিকে, সপ্তাহের শুরুতে এমারেল্ড অয়েলের শেয়ারদর ছিল ১১০ টাকা ৩০ পয়সা। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২২ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১২ টাকা ৫০ পয়সা বা ১১.৩৩ শতাংশ।