দুই দিনের মাথায় ফের ফ্লোর প্রাইসে ফিরে এসেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন মিউচ্যুয়াল ফান্ড। ফান্ড তিনটি হলো-আইসিবি সোনালী, এমবিএল ফার্স্ট ও এসইএমএলআইবিবি মিউচ্যুয়াল ফান্ড। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
বর্তমানে শেয়ারবাজারে ৩৬টি মিউচ্যুয়াল ফান্ড রয়েছে। এরমধ্যে প্রায় সবগুলোই দীর্ঘদিন যাবত ফ্লোর প্রাইসে ঝিমুচ্ছিল। চলতি সপ্তাহে মিউচ্যুয়াল ফান্ড খাতে কিছুটা ক্রেজ দেখা দিলে কয়েকটি ফান্ড ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন শুরু করে। কিন্তু আজ দেশের উভয় বাজারে পতন হয়েছে। পতনের ডামাডোলে ফ্লোর প্রাইসের ওপরে লেনদেন হওয়া তিনটি মিউচুয়াল ফান্ড ফের ফ্লোর প্রাইসে এসে অবস্থান নিয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন পর মিউচুয়াল ফান্ডে সুবাতাস দেখা দিয়েছিল। কিন্তু বেশি দিন টিকতে পারল না। আবারও ফ্লোর প্রাইসে ফিরে আসছে।
তাঁরা বলছেন, তবে বাজার ইতিবাচক হলে মিউচুয়াল ফান্ডে ইতিবাচক ধারা ফিরে আসবে। কারণ মিউচুয়াল ফান্ডগুলো বিনিয়োগকারীদের ভালো ডিভিডেন্ড দিচ্ছে।
সামনে ডিভিডেন্ডের সময় আসছে। ডিভিডেন্ড পিপাসু বিনিয়োগকারীরা ডিভিডেন্ডের আশায় মিউচ্যুয়াল ফান্ডে দীর্ঘমেয়াদী বিনিয়োগে আসবে। ফলে মিউচুয়াল ফান্ড খাতে ফের ইতিবাচক প্রবণতা দেখা দিতে পারে।