শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনারদের দায়িত্বে ব্যাপক রদবদল করা হয়েছে।
বুধবার (৩১ মে ) বিএসইসির সহকারী পরিচালক (প্রশাসন) মো: নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
চেয়ারম্যান এবং কমিশনারদের দপ্তর
নতুন অফিস আদেশ অনুযায়ী বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম দায়িত্বে থাকবেন- এডমিন অ্যান্ড ফাইন্যান্স বিভাগ, কমিশন’স সেক্রেটারীয়েট বিভাগ এবং ডেরিভেটিভ বিভাগ।
কমিশনার মো: আব্দুল হালিম দায়িত্বে থাকবেন- মার্কেট এবং মধ্যস্থতাকারী বিষয়ক বিভাগ, মার্কেট ইন্টেলিজেন্স এবং তদন্ত বিভাগ।
কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ দায়িত্বে থাকবেন- ইস্যুকারী কোম্পানি বিষয়ক বিভাগ, কর্পোরেট ফাইন্যান্স বিভাগ, আর্থিক সাক্ষরতা বিভাগের প্রধান এবং একাউন্টেট বিভাগ।
কমিশনার ড. মো: মিজানুর রহমান দায়িত্বে থাকবেন- ইনভেস্টমেন্ট ম্যানেজম্যান্ট বিভাগ, আর এ্যান্ড ডি বিভাগ, আইসিটি বিভাগ, অভ্যন্তরীণ নিরীক্ষা ও কমপ্লায়েন্স বিভাগ।
কমিশনার ড. রুমানা ইসলাম দায়িত্বে থাকবেন- আইন বিভাগ এবং এনফোর্সমেন্ট ডিভিশন।
নির্বাহী পরিচালকদের দায়িত্ব
মো. হাসান মাহমুদ (কর্পোরেট ফাইন্যান্স), মো. আনোয়ারুল ইসলাম (মার্কেট অ্যান্ড ইন্টারমেডিরিজ অ্যাফেয়ার্স), মো. সাইফুর রহমান (ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স), মো. আশরাফুল ইসলাম (আইসিটি), এটিএম তারিকুজ্জামান (ফাইন্যান্সিয়াল লিটারেসি), মো. মাহবুবুল আলম (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স, কমিশনস সেক্রেটারিয়েট), মাহবুবের রহমান চৌধুরী (আইন), কামরুল আনাম খান (ইন্টার্নাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স, চিফ অ্যাকাউন্ট্যান্ট বিভাগ), মোহাম্মদ রেজাউল করিম (ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, ডেরিভেটিভস বিভাগ ও মুখপাত্র), মোহাম্মদ শফিউল আজম (আর অ্যান্ড ডি), রিপন কুমার দেব নাথ (মার্কেট ইন্টিলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন), মীর মোশাররফ হোসাইন চৌধুরী (এনফোর্সমেন্ট)।
পরিচালকদের দায়িত্ব
প্রদীপ কুমার বসাক (এডমিনিস্ট্র্যাশন, এফএল পলিসি, এফল ট্রেনিং), মো. মাহমুদুল হক (মিউচুয়াল ফান্ড, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট, কমিশনস সেক্রেটারিয়েট, পাবলিক রিলেশন), মো. জাহাঙ্গীর আলম (ক্যাপিটাল ইস্যু, ক্যাপিটাল রিস্ট্রাকচারিং, রেজিস্ট্রেশন), আবুল কালাম (ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস, কমোডিটি প্রোডাক্ট, লিগ্যাল সার্ভিস), মো. মনসুর রহমান (কর্পোরেট গভর্ন্যান্স, সুপারভিশন অ্যান্ড রেগুলেশন), মো. আবুল হাসান (ইন্সপেকশন, ইনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন, মার্কেট ইন্টিলিজেন্স, অ্যাকাউন্টিং, কর্পোরেট রিপোর্টিং), রাজিব আহমেদ (এমআইএস), শেখ মাহবুব উর রহমান (সার্ভেইল্যান্স, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স), ফারহানা ফারুকি (ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সুপারভিশন অব মার্কেট অ্যান্ড মার্কেট ইন্টারমেডিরিজ), আবু রায়হান মো. মুতাসিম বিল্লাহ (রিসার্চ অ্যান্ড ডেভে