লভ্যাংশ অ্যাডজাস্ট হওয়ার কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ারের নতুন ফ্লোর প্রাইস নির্ধারণ করা হয়েছে। কোম্পানি দুটি হলো-ঢাকা ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা ব্যাংক
৩১ ডিসেম্বর ২০২২ অর্থবছরের জন্য ঢাকা ব্যাংক ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এরমধ্যে ৬ শতাংশ ক্যাশ ও ৬ শতাংশ বোনাস। গতকাল ছিল কোম্পানিটির রেকর্ড ডেট। ওইদিন এর শেয়ারদর ছিল ১৩ টাকা ২০ পয়সা। যা ছিল কোম্পানিটির ফ্লোর প্রাইস। আজ লভ্যাংশ অ্যাডজাস্ট হয়ে কোম্পানিটির ফ্লোর প্রাইস নির্ধারিত হয়েছে ১২ টাকা ৫০ পয়সায়। এ দরেই আজ শেয়ারটি দিনভর লেনদেন হয়েছে।
গ্লোবাল ইসলামী ব্যাংক
শেয়ারবাজারে তালিকাভুক্তির পর বিনিয়োগকারীদের প্রথম লভ্যাংশ দিয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক। ৩১ ডিসেম্বর ২০২২ অর্থবছরের জন্য ব্যাংকটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এরমধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস। গতকাল ছিল কোম্পানিটির রেকর্ড ডেট। ওইদিন এর শেয়ারদর ছিল ৯ টাকা। যা ছিল কোম্পানিটির ফ্লোর প্রাইস। আজ লভ্যাংশ অ্যাডজাস্ট হয়ে কোম্পানিটির ফ্লোর প্রাইস নির্ধারিত হয়েছে ৮ টাকা ৬০ পয়সায়। এ দরেই আজ শেয়ারটি দিনভর লেনদেন হয়েছে।