1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন

গতিশীলতার পথে পুঁজিবাজার

  • আপডেট সময় : বুধবার, ৩১ মে, ২০২৩
dse-cse-logo

আজ বুধবার ৩১ মে, সাপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর।এ দিন বেড়েছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ১৭.৭২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৩০ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ৬.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩৯.৭৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৬.৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৮.০২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪ টির, কমেছে ১১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৭.৭২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৭৯ লাখ ৪১ হাজার ৭৮৯টি শেয়ার ২ লাখ ৪৮ হাজার ৬৬৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১৯৮ কোটি ৬৫ লাখ ১৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩০ মে ডিএসই’র ব্রড ইনডেক্স ০.২০ শতাংশ বা ১৩.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪৫.৭৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৫.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৫.৬৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০২.৭০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩ টির, কমেছে ৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৫ টি। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৪.৮৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিন ডিএসইতে ১৯ কোটি ০২ লাখ ৮০ হাজার ৫৪২টি শেয়ার ২ লাখ ১৫ হাজার ৪১০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৭৬ কোটি ০১ লাখ ২৬ হাজার টাকার।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২২২ কোটি ৬৩ লাখ ৯২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ৯.৭৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৭১১.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৯ টির কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৫৬টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৫টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৯ কোটি ৭৩ লাখ ২৪ হাজার ৬০০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ১৬ লাখ ৩২ হাজার ৪০৯ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩ কোটি ৫৬ লাখ ৯২ হাজার ১৯১ টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

কমলো সোনার দাম

  • ২৫ নভেম্বর ২০২৪
  • সূচকের পতনে চলছে লেনদেন

  • ২৪ নভেম্বর ২০২৪