1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন

আশায় সপ্তাহ পার, নতুন উদ্দম্যে বিনিয়োগকারীরা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

আজ বৃহস্পতিবার ২৫ মে, সাপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। কমেছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৩০.০০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৫ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ১৯.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০৫.৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭০.৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৮.৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫ টির, কমেছে ৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩০.০০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৪১ লাখ ১৮ হাজার ১৩৯টি শেয়ার ২ লাখ ২৮ হাজার ৪৬০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১০৩৬ কোটি ৫৬ লাখ ৫৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৪ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০০ শতাংশ বা ০.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৫.৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৯.৮৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৫.০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪ টির, কমেছে ৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯১ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২০.৩২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ৪৩১টি শেয়ার ২ লাখ ৩১ হাজার ৬৫৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১০৯ কোটি ৯৩ লাখ ৭৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৭৩ কোটি ৩৭ লাখ ২৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২২ শতাংশ বা ৪১.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬৩৭.৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৭ টির কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৬৮টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১০১টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৯ কোটি ৪০ লাখ ৪৯ হাজার ৫৪৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৫ কোটি ১ লাখ ৯১ হাজার ২৭ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪ কোটি ৩৮ লাখ ৫৮ হাজার ৫১৬ টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দরপতনের শীর্ষে ফাইন ফুডস

  • ৭ জানুয়ারী ২০২৫