1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন

গতি থামল পুঁজিবাজারের, আটকে আছেন বিনিয়োগকারীরা

  • আপডেট সময় : সোমবার, ২২ মে, ২০২৩
dse-cse-logo

আজ সোমবার ২২ মে, সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও লেনদেনের পরিমান। দিন শেষে আজ ২১.৩৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২২ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০০ শতাংশ বা ০.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮১.৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৬.৪৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯০.৬০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪ টির, কমেছে ৯৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২১.৩৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৩২ লাখ ৭১ হাজার ১৮৯৩টি শেয়ার ১ লাখ ৭৩ হাজার ২২৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭০৭ কোটি ৪০ লাখ ০৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২১ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৪ শতাংশ বা ৮.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮২.২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৬.২৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯০.৯০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫ টির, কমেছে ১০৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৮.০০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৮৬ লাখ ০২ হাজার ১৮২টি শেয়ার ১ লাখ ৯২ হাজার ৭০৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮১১ কোটি ৭৪ লাখ ২৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০৪ কোটি ৩৪ লাখ ১৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০১ শতাংশ বা ২.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫২১.৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৪ টির কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৫০টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ২৪ কোটি ৬২ লাখ ৯৩ হাজার ৩৫২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৯৮ লাখ ৪৪ হাজার ৫৫৪ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার ৭৯৮ টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

কমলো সোনার দাম

  • ২৫ নভেম্বর ২০২৪
  • সূচকের পতনে চলছে লেনদেন

  • ২৪ নভেম্বর ২০২৪