পুঁজিবাজারে গত দুই সপ্তাহের ঊর্ধ্বমুখী প্রবণতায় বীমা খাতের ৩৭ কোম্পানি ফ্লোর প্রাইস টপকে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো– অগ্রণী ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি), বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স,চার্টার্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি,কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ,ক্রিস্টাল ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স,ফেডারেল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, কর্নফুলী ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স , মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, পাইয়োনিয়ার ইন্স্যুরেন্স ,প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স।
অগ্রণী ইন্স্যুরেন্স : ১৮ মে বৃহস্পতিবার এ কোম্পানির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বেড়ে সর্বশেষ ৪৫ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। এর আগে গত ৯ মে ফ্লোর প্রাইস ৩৩.৮০ টাকা থেকে ১০ পয়সা দর বেড়ে ৩৩.৯০ পয়সায় উঠে আসে। এর টানা বাড়ছে শেয়ারটির দর।
গত এক বছরে শেয়ারটির দর ৩৩ টাকা ৩০ পয়সা থেকে ৫০ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরে অগ্রণী ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের ৮ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৯৯ পয়সা। আগের বছর একই সময়ে যেখানে আয় হয়েছিল ১ টাকা ৬৮ পয়সা।
২০২১ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। কোম্পানির মোট শেয়ারের ৩০.১৫ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে, ১৬.০২ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ও বাকি ৫৩.৮৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।
এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স : গত ৯ মে এই শেয়ারটিও ফ্লোর প্রাইস টপকে লেনদেন শুরু হয়। ওই দিন এ শেয়ারের দর ৪৩ টাকা ৯০ পয়সা থেকে দর বেড়ে ৪৪ টাকা ৪০পয়সায় উঠে আসে। সর্বশেষ ১৮ মে এ শেয়ার সর্বশেষ ৫১ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়।
৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য এ কোম্পানি সম্প্রতি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দেয়। কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৩৩ পয়সা।
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) : গত বৃহস্পতিবার এ শেয়ারের সর্বশেষ দর ৫ টাকা ২০ পয়সা বেড়ে ৫৭ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। এ শেয়ারের দর ফ্লোর প্রাইসে ছিল ৩৮ টাকা ৭০ পয়সা।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি : গত ১৫ মে এ শেয়ারটি ফ্লোর প্রাইস ৫৬ টাকা ৭০ পয়সা টপকে ৫৮ টাকা ২০ পয়সায় উঠে আসে। সর্বশেষ গত বৃহস্পতিবার এ শেয়ার ৫৯ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়।
সেন্ট্রাল ইন্স্যুরেন্স : গত ১১ মে এ শেয়ার ফ্লোর প্রাইস ৩৫.৮০ টাকা টপকে ৩৬ টাকা ১০ পয়সা উঠে আসে। সর্বশেষ গত বৃহস্পতিবার এ শেয়ার ৩৯ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স : এ কোম্পানির শেয়ারও ফ্লোর প্রাইস টপকে গত বৃহস্পতিবার সর্বশেষ ৪১ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়।
চার্টার্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি : এ শেয়ারও ফ্লোর প্রাইস টপকে গত বৃহস্পতিবার সর্বশেষ লেনদেন হয় ৭৬ টাকা ৫০ পয়সায়।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স : গত ১১ মে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার ফ্লোর প্রাইস ২৯ টাকা ২০ পয়সা টপকে ২৯ টাকা ৭০ পয়সায় উঠে আসে। সর্বশেষ গত বৃহস্পতিবার এ শেয়ার ৩৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।
ক্রিস্টাল ইন্স্যুরেন্স : ফ্লোর প্রাইস টপকে গত বৃহস্পতিবার এ শেয়ার ৪৫ টাকা দরে সর্বশেষ লেনদেন হয়।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স : ফ্লোর প্রাইস টপকে গত বৃহস্পতিবার এ শেয়ারের দর ২ টাকা ৩০ পয়সা বেড়ে ১৪৩ টাকা ১০ পয়সায় লেনদেন হয়।
দেশ জেনারেল ইন্স্যুরেন্স : গত ১১ মে ফ্লোর প্রাইস ২৮ টাকা টপকে ২৯ টাকায় উঠে আসে। সর্বশেষ গত বৃহস্পতিবার এ শেয়ারের দর ১ টাকা বেড়ে লেনদেন হয় ৩২ টাকা ৮০ পয়সায়।
ঢাকা ইন্স্যুরেন্স : ফ্লোর প্রাইস টপকে এ শেয়ারের দর গত বৃহস্পতিবার সর্বশেষ লেনদেন হয় ৬২ টাকা ৯০ পয়সায়।
ইস্টার্ন ইন্স্যুরেন্স : গত ৯ মে ফ্লোর প্রাইস ৪৭ টাকা টপকে ৪৭ টাকা ৫০ পয়সায় উঠে আসে। সর্বশেষ গত বৃহস্পতিবার এ শেয়ারের সর্বশেষ দর ছিল ৫৩ টাকা ৫০ পয়সা।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স : গত ১৭ মে ফ্রোর প্রাইস ৭৫ টাকা টপকে ৭৫ টাকা ১০ পয়সায় উঠে আসে। সর্বশেষ গত বৃহস্পতিবার এ শেয়ার সর্বশেষ ৭৫ টাকা ২০ পয়সায় লেনদেন হয়।
ফেডারেল ইন্স্যুরেন্স : ফ্লোর প্রাইস টপকে গত বৃহস্পতিবার এ শেয়ার সর্বশেষ ২৭ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়।
গ্লোবাল ইন্স্যুরেন্স : গত ১৪ মে ফ্লোর প্রাইস টপকে এ শেয়ার ৩০ টাকা ৫০ পয়সায় উঠে আসে। গত বৃহস্পতিবার সর্বশেষ এ শেয়ার লেনদেন হয় ৩৮ টাকা ৭০ পয়সায় দাঁড়ায়।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স : ফ্লোর প্রাইস টপকে গত বৃহস্পতিবার এ শেয়ার সর্বশেষ ৬৬ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়।
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স : ফ্লোর প্রাইস টপকে গত বৃহস্পতিবার এ শেয়ারের দর ১ টাকা ৪০ পয়সা বেড়ে সর্বশেষ ৩৬ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়।
ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ : ফ্লোর প্রাইস টপকে গত বৃহস্পতিবার এ শেয়ার লেনদেন হয় ৪৯ টাকা ৯০ পয়সায়।
জনতা ইন্স্যুরেন্স : গত বৃহস্পতিবার এ শেয়ারের দর ১ টাকা ৫০ পয়সা বেড়ে সর্বশেষ ৩১ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।
কর্নফুলী ইন্স্যুরেন্স : ফ্লোর প্রাইস টপকে গত বৃহস্পতিবার সর্বশেষ ৩৩ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
মেঘনা ইন্স্যুরেন্স : ফ্লোর প্রাইস টপকে এ শেয়ার গত বৃহস্পতিবার সর্বশেষ লেনদেন হয় ৪৩ টাকায়।
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স : ফ্লোর প্রাইস টপকে গত বৃহস্পতিবার এ শেয়ারের সর্বশেষ লেনদেন হয় ৩৩ টাকা ৬০ পয়সায়।
পদ্মা ইসলামী লাইফ : ফ্লোর প্রাইস টপকে এ শেয়ার গত বৃহস্পতিবার লেনদেন হয় ৪৩ টাকা ৮০ পয়সায়।
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স : ফ্লোর প্রাইস টপকে গত বৃহস্পতিবার এ শেয়ারের দর ৫০ টাকা ৯০ পয়সা হয়েছে।
পিপলস ইন্স্যুরেন্স : ফ্লোর প্রাইস টপকে গত বৃহস্পতিবার এ শেয়ারের সর্বশেষ দর ছিল ৩৬ টাকা ৪০ পয়সা।
ফনিক্স ইন্স্যুরেন্স : ফ্লোর প্রাইস টপকে গত বৃহস্পতিবার লেনদেন হয় ৩৬ টাকা ৪০ পয়সায়।
পাইয়োনিয়ার ইন্স্যুরেন্স : ফ্লোর প্রাইস টপকে এ শেয়ার গত বৃহস্পতিবার লেনদেন হয় ৭৪ টাকা ২০ পয়সায়।
প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স : ফ্লোর প্রাইস টপকে গত বৃহস্পতিবার এ শেয়ার লেনদেন হয় ৭৭ টাকা ৮০ পয়সায়।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স : ফ্লোর প্রাইস টপকে গত বৃহস্পতিবার এ শেয়ার ২৯ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়।
রিলায়েন্স ইন্স্যুরেন্স : ফ্লোর প্রাইস টপকে গত বৃহস্পতিবার ৬০ টাকা ৬০ পয়সায় লেনদন হয়।
রিপাবলিক ইন্স্যুরেন্স : ফ্লোর প্রাইস টপকে গত বৃহস্পতিবার ৩৫ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়।
রূপালী ইন্স্যুরেন্স : এ কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস টপকে গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২৯ টাকা ৮০ পয়সায়।
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স : ফ্লোর প্রাইস টপকে গত বৃহস্পতিবার এ শেয়ারের সর্বশেষ দর ছিল ২৮ টাকা ১০ পয়সা।
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স : ফ্লোর প্রাইস টপকে গত বৃহস্পতিবার এ শেয়ারের দর সর্বশেষ ছিল ৫১ টাকা ৯০ পয়সায়।
সোনার বাংলা ইন্স্যুরেন্স : ফ্লোর প্রাইস টপকে গত বৃহস্পতিবার এ শেয়ারের দর ছিল ৪৯ টাকা ৭০ পয়সা।
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স : ফ্লোর প্রাইস টপকে এ শেয়ারের দর গত বৃহস্পতিবার ছিল ৪৫ টাকা ৭০ পয়সা।
তাকাফুল ইন্স্যুরেন্স : ফ্লোর প্রাইস টপকে এ শেয়ার গত বৃহস্পতিবার সর্বশেষ লেনদেন হয় ৪৫ টাকা ৫০ পয়সায়।
ইউনাইটেড ইন্স্যুরেন্স : ফ্লোর প্রাইস টপকে গত বৃহস্পতিবার এ শেয়ারের সর্বশেষ দর ছিল ৪১ টাকা ৯০ পয়সা।