পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মন্দাবাজারেও তিন কোম্পানির শেয়ার ও একটি মিউচ্যুয়াল ফান্ডের দর তুঙ্গে ছিল। বিক্রেতা সংকটে এসব সিকিউরিটিজ হল্ডেড হয়েছে। দিনের সর্বোচ্চ দর বাড়ে এসব সিকিউরিটিজের। আজ ২১ মে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিজিআইসির শেয়ার দর আজ ৫ টাকা ৭০ পয়সা বেড়ে সর্বশেষ ৬২ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের দর ১ টাকা বেড়ে ১১ টাকা ৬০ পয়সায়, ন্যাশনাল টির শেয়ার দর ২৩ টাকা ৯০ পয়সা বেড়ে ২৯৭ টাকা ১০ পয়সায়, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বেড়ে সর্বশেষ ১৯ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়।
আজ ডিএসইর প্রধান সূচক ৮ পয়েন্ট কমে ৬ হাজার ২৮১ পয়েন্টে দাঁড়ায়। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ১০৪টির ও অপরিবর্তীত রয়েছে ১৯২টি কোম্পানির শেয়ার দর।
টাকার অংকে ডিএসইতে মোট ৮১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। যা আগের কার্যদিবসে হয়েছিল মোট ৯৩২ কোটি টাকা।
৯.৯% দর বেড়ে টপটেন গেইনার কোম্পানির শীর্ষে ছিল বিজিআইসি। এরপর পর্যায়ক্রমে ছিল টাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড, গ্লোবাল ইসলামী ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি, ওরিয়ন ইনফিউশন, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ, ফাস্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড ও বঙ্গজ।
৬.৬ শতাংশ দর কমে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার ছিল টপটেন লুজার তালিকার শীর্ষে। এর পর সিপার্ল বিচ, চার্টার্ট লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, জেমিনি সি ফুড, মনোস্পুল পেপার, মেট্রো স্পিনিং, এপেক্স ফুডস ও অগ্নি সিস্টেম।