শেয়ারবাজারে তালিকাভুক্তির জন্য অনুমোদন পাওয়া এমকে ফুটওয়্যার পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির কিউআই আবেদন আগামী ১১ জুন শুরু হয়ে চলবে ১৫ জুন পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলোদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে কিউআই আবেদনের মাধ্যমে ১০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয় কোম্পানিটিকে।
কোম্পানিটি শেয়ারবাজারে ১০ টাকা মূল্যে ১ কোটি শেয়ার ইস্যু করে ১০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয় ও ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আলফা ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।