পুঁজিবাজারে ১৯ কোম্পানির শেয়ারের দরের পালে হাওয়া লেগেছে। এই ১৯ কোম্পানির শেয়ার দর ৫ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। একদিনে সর্বোচ্চ ১০ শতাংশ শেয়ার দর বেড়েছে মেঘণা ইন্স্যুরেন্সের। আজ ১৬ মে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ার দর আজ ১০ শতাংশ বেড়ে সর্বশেষ ৩৬ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। পর্যায়ক্রমে ৯.৯৫ শতাংশ দর বেড়ে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের সর্বশেষ লেনেদেন হয় ৪৬ টাকা ৪০ পয়সায়, ইসলামী ইন্স্যুরেন্সের দর ৯.৯৮ শতাংশ বেড়ে ৪৫ টাকা ৭০ পয়সায়, ট্রাস্ট লাইফের দর ৯.৭৭ শতাংশ বেড়ে ১৪ টাকা ৬০ পয়সায়, সি পার্ল বিচের ৯ শতাংশ বেড়ে ২০০ টাকা ৯০ পয়সায়, খান ব্রাদার্সের দর ৮.৮ শতাংশ বেড়ে ১৩ টাকা ৬০ পয়সায়, ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের দর ৮.৪ শতাংশ বেড়ে ৪০ টাকা ৯০ পয়সায়, অ্যাপেক্স ফুডসের ৮.০৭ শতাংশ বেড়ে ৪৮০ টাকা ৫০ পয়সায়, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডসের দর ৭.৪ শতাংশ বেড়ে ২৩ টাকায়, বঙ্গজের ৭ শতাংশ বেড়ে ১২৮ টাকা ২০ পয়সায়, শ্যামপুর সুগারের ৬.৮ শতাংশ বেড়ে ৮৫ টাকা ৫০ পয়সায়, এমারেল্ড অয়েলের দর ৬.৪ শতাংশ বেড়ে ৮৮ টাকা ৭০ পয়সায়, রিপাবলিক ইন্স্যুরেন্সের দর ৬.৪ শতাংশ বেড়ে ৩৪ টাকা ৮০ পয়সায়, মুন্নু অ্যাগ্রোর ৬.২ শতাংশ বেড়ে ১০১০ টাকায়, জাহিন স্পিনিংয়ের ৬ শতাংশ দর বেড়ে ১০ টাকা ৬০ পয়সায়, রূপালী ইন্স্যুরেন্সের ৫.৮ শতাংশ দর বেড়ে ১০৭ টাকা ৩০ পয়সায়, আরএসআরএম স্টিলের দর ৫.৬ শতাংশ বেড়ে ১৮ টাকা ৮০ পয়সায় ও ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দর ৫ শতাংশ বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৪৫ টাকা ৫০ পয়সায়।
আজ ডিএসইর প্রধান সূচক ১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৭ পয়েন্টে দাঁড়ায়। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ৬৬টির ও অপরিবর্তীত ছিল ১৮৫টি কোম্পানির শেয়ার দর।
আজ ডিএসইতে টাকার অংকে মোট লেনদেনে হয়েছে ৭৪৪ কোটি টাকা। আগের কার্যদিবসে যেখানে লেনদেন হয়েছিল ৬৫৩ কোটি টাকা।