1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

মন্দা বাজারে মুনাফা বেড়েছে ব্যাংক খাতে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
Share-162

করোনা মহামারি শেষ দিকে যখন বিশ্বব্যাপী অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা চলছিল তখন রাশিয়া-ইউক্রেন যু শুরু হয়। তাতে অর্থনীতিতে বড় ধরনের চাপ পড়ে। দেশে আমদানি ব্যয় বেড়ে যায় বিপরীত দিকে প্রবাসী আয় কমে যায়, শুরু হয় ডলারের সংকট। এমন পরিস্থিতিও ২০২২ সালে অধিকাংশ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। বেশ কিছু ব্যাংকে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী তালিকাভুক্ত ৩৫টি ব্যাংকের মধ্যে ১৩টি ব্যাংকের নিট মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। বিপরীতে বেড়েছে ২২টি বা ৬৩ শতাংশ ব্যাংকের মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে।
পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬৩ শতাংশ ব্যাংকের মুনাফা বেড়েছে কারণ মুদ্রা বাজারের অস্থিতিশীলতার ফলে ডলার বিক্রির মাধ্যমে। টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রা ব্যবসা থেকে আয় বেড়েছে।

২০২১ সালের তুলনায় ২০২২ ব্যাংকগুলিরে মুনাফা বাড়লেও উল্লেখযোগ্যভাবে বাড়েনি। কারণ ২০২১ সাল ছিল মহামারির বছর।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হোসেন বলেছেন, ব্যাংকি সেক্টরের জন্য ২০২১ ছিল একটি খারাপ বছর, একটি খারাপ বছরের তুলনায় ২০২২ ব্যাংকিং সেক্টরের আয় কিছুটা বেড়েছে।

দ্য প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল করিম বলেন, -আমদানি রপ্তানি ব্যবসা থেকে বেশি আয়ের কারণে গত বছরে ব্যাংকের মুনাফা কিছুটা বেড়েছে।

মন্দ ঋণকে ন্যূনতম স্তরে কমানোর জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপের কারণে, দেশের ব্যাংকিং খাতে নন-পারফর্মিং লোন (এনপিএল) ২০২২ সালের ডিসেম্বর শেষে ১ লাখ ২০ হাজার ৬৫৬ কোটি টাকা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মূলত ঋণ পরিশোধের সুবিধা আংশিক প্রত্যাহারের কারণে এটি ঘটেছে। গত বছরে ব্যাংকের খারাপ ঋণ বেড়েছে ১৭ হাজার ৩৮৩ কোটি টাকা। , কারণ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে ২০২১ সালের ডিসেম্বরের শেষে মন্দ ঋণ ছিল ১ লাখ ৩ হাজার ২৭৩ কোটি ৭৮ লাখ টাকা।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মুনাফা গত বছরের তুলনায় ২৮ শতাংশ বেড়ে ২০২২ সালে ৬১৬ কোটি ৬২ লাখ টাকা হয়েছে। ব্যাংকটির নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুসারে, আগের বছরে এর পরিমাণ ছিল ৪৮১ কোটি টাকা।

ব্র্যাক ব্যাংকের নিট মুনাফা আগের বছরের তুলনায় ৩২ শতাংশ বেড়েছে। ২০২২ সালে ব্যাংকটির সমন্বিত আয় হয়েছে ৬১২ কোটি টাকা। ২০২১ সালে এর পরিমাণ ছিল ৪৬৫ কোটি টাকা।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হুসেন বলেন, আমানত ও ঋণের বৃদ্ধি এবং ব্যাংকটির প্রতি গ্রাহকের আস্থার ফলে এর মুনাফা বেড়েছে।

২০২২ সালে ডাচ বাংলা ব্যাংকের নিট মুনাফা ১.৮৭ শতাংশ বেড়ে ৫৬৬ কোটি টাকা হয়েছে। ইস্টার্ন ব্যাংকের মুনাফা হয়েছে ৫১২ কোটি টাকা। আগের বছরে এর পরিমাণ ছিল ৪৮০ কোটি টাকা।

উত্তরা ব্যাংকের নিট মুনাফা ২০২২ সালে আগের বছরের তুলনায় ২১.৯২ শতাংশ বেড়েছে। আলোচ্য বছরে ব্যাংকটির নিট মুনাফা ২৭০.৬ কোটি টাকা নিট মুনাফা করেছে। আগের বছরে এর পরিমাণ ছিল ২২২ কোটি টাকা।

বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান আহসান এইচ মনসুর বলেন, গত বছর ব্যাংকগুলো উচ্চ মন্দ ঋণ এবং তারল্য সংকটে ভুগছিল। মূলত ব্যাংকিং খাতে আমানতের ঘাটতির কারণে এ সংকট তৈরি হয়েছে।

তিনি আরও বলেন “কিছু ব্যাঙ্ক ডলারের মূল্যবৃদ্ধির কারণে ভাল মুনাফা করতে পেরেছে।”

ইউনিয়ন ব্যাংক ২০২২ সালে ১৬২ কোটি ৬৯ লাখ টাকা মুনাফা করেছে, যা এক বছর আগের তুলনায় কিছুটা বেশি। ২০২১ সালে ব্যাংকটির মুনাফা ছিল ১৬১ কোটি ৬৬ লাখ টাকা।

৩১ ডিসেম্বর ২০২২ এ শেষ হওয়া অর্থবছরে পূবালী ব্যাংক ৫৬৪.৫৩ কোটি টাকা মুনাফা করেছে, যা এক বছরের আগের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি। আগের বছরে ব্যাংকটি মুনাফা করেছিল ৪৩৪.৯৭ কোটি টাকা।

প্রাইম ব্যাংকের মুনাফা ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ২৩ শতাংশ বেড়েছে। ২০২২সালে ব্যাংকটির মুনাফা হয়েছে ৩৯৯ কোটি ৭০ লাখ টাকা। ২০২১ সালে এর পরিমাণ ছিল ৩২৪ কোটি ৯৭ লাখ টাকা।

গত বছরে প্রিমিয়ার ব্যাংকের মুনাফা ১৯ শতাংশ বেড়ে ৩৯২ কোটি টাকা হয়েছে। এক্সিম ব্যাংকের মুনাফা ২০২২ সালে ২০২১ সালের তুলনায় ৭২ শতাংশ বেড়ে ৩৭২.০২ কোটি টাকা হয়েছে।

২০২২ সালে, শাহজালাল ইসলামী ব্যাংকের নিট মুনাফা গত বছরের তুলনায় ৩৮ শতাংশ বেড়ে ৩৫৭ কোটি টাকা হয়েছে। ২০২২ সালে আইএফআইসি ব্যাংকের মুনাফা বেড়ে দাঁড়ায় ৩৪৪ কোটি টাকা।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নিট মুনাফা ২০২২ সালে ২০২১ সালের তুলনায় ৩২ শতাংশ বেড়েছে।আলোচ্য বছরে ব্যাংকটির মুনাফা হয়েছে ৩৩০ কোটি ৪৭ লাখ টাকা।
ব্যাংক এশিয়া ২০২২ সালে ৩০৫ কোটি টাকা নিট মুনাফা করেছে। আগের বছরের চেয়ে ২০২২ সালে ব্যাংকটির মুনাফা বেড়েছে ১৩ শতাংশ।

সোশ্যাল ইসলামী ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২২ এ শেষ হওয়া অর্থবছরে ২০৬.৮৩ কোটি টাকা মুনাফা করেছে, যা আগের বছরের তুলনায় ১৮ শতাংশ বেশি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ২০২২ সালে ২৩৬ কোটি ৮৪ লাখ টাকা নিট মুনাফা করেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ