1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন

পনের দিনের ব্যবধানে পাল্টে গেল মার্জিন ঋণের সিদ্ধান্ত

  • আপডেট সময় : বুধবার, ৩ মে, ২০২৩
bsec

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা ও কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে— এমন শেয়ারের মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) ৫০ পর্যন্ত হলেও মার্জিন ঋণ সুবিধা পাওয়া যাবে।

বুধবার (৩ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এ সংক্রান্ত একটি নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই নির্দেশনায় সই করেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

এর ফলে মাত্র ১৫ দিনের ব্যবধানে মার্জিন ঋণের সুবিধা নিয়ে দুই রকম সিদ্ধান্ত দিলো বিএসইসি। নতুন সিদ্ধান্তে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির ক্ষেত্রে আরও সুবিধা দিলো কমিশন।

এর আগে গত ১৮ এপ্রিল নির্দেশনা জারি করা হয়। এতে নির্দেশ দেওয়া হয় যে, পিই রেশিও ৪০-এর বেশি থাকা শেয়ারকে মার্জিন ঋণের জন্য যোগ্য বলে বিবেচনা করবে না স্টক এক্সচেঞ্জ।

এতে আরও বলা হয়, স্টক ব্রোকাররা তাদের গ্রাহকদের এ ধরনের শেয়ার কেনায় মার্জিন ঋণ দেবে না। তবে যেসব কোম্পানির শেয়ার টানা তিন বছর ধরে ‘এ’ ক্যাটাগরিতে আছে ও যাদের পরিশোধিত মূলধন ন্যূনতম ৫০ কোটি টাকা সেসব কোম্পানির শেয়ারের পিই রেশিও ৫০ পর্যন্ত মার্জিন ঋণের সুবিধা পাবে।

আজ (বুধবার) সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্তে বলা হয়, যেসব কোম্পানির শেয়ার টানা তিন বছর ধরে ‘এ’ ক্যাটাগরিতে আছে ও যাদের পরিশোধিত মূলধন ন্যূনতম ৩০ কোটি টাকা সেসব কোম্পানির শেয়ারের পিই রেশিও ৫০ পর্যন্ত, তারা মার্জিন ঋণের সুবিধা পাবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ