এক মাসের ব্যবধানে শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেন্ড ওয়েলের শেয়ার দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। দীর্ঘদিন বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দিলেও কোম্পানিটির শেয়ার দাম অস্বাভাবিক বাড়ার বিষয়টি তদন্ত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
পর্যালোচনায় দেখা গেছে, গত ২ এপ্রিল কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৩০ টাকা ৮০ পয়সা। আজ ০৩ মে (বুধবার) লেনদেন শেষে প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৬৫ টাকা ৯০ পয়সা। অর্থাৎ এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ার দাম বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে।
কোম্পানিটির শেয়ারের এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক ও সন্দেহজনক মনে করছে বিএসইসি। এই কারণে ডিএসইকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে দর বৃদ্ধির বিষয়ে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।