বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে বৃহস্পতিবার (৪ মে) দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। বুধবার (৩ মে) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে সরকারি ছুটি থাকবে। ওইদিন সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।
ওইদিন পুঁজিবাজারে কোনো কার্যক্রম চলবে না। আগামী রবিবার (৭ মে) থেকে যথা নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।