1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

ইজারা সুকুক নিয়ে সুসংবাদ দিল বাংলাদেশ ব্যাংক

  • আপডেট সময় : সোমবার, ১ মে, ২০২৩

সারা দেশে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে ৮ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করেছিল সরকার। শরীয়াহ ভিত্তিতে পরিচালিত সরকারের ইজারা সুকুকের মাধ্যমে বাজার থেকে এখনও এ অর্থ পুরোপুরি তোলা হয়নি।

সেই ইজারা সুকুক নিয়ে সুসংবাদ দিল বাংলাদেশ ব্যাংক। সব ব্যাংকের এই অভিভাবক জানিয়েছে, এখন থেকে ইজারা সুকুক বন্ডের এক-তৃতীয়াংশ পুঁজিবাজারে বেচা-কেনা করা যাবে।

রোববার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

এতে বলা হয়, সারা দেশে বিশুদ্ধ পানির সরবরাহ প্রকল্পের ৮ হাজার কোটি টাকার বিশেষ তহবিলের এই ইজারা সুকুক এতদিন অবহিত মূল্যে ক্রয়-বিক্রয়যোগ্য ছিল। তবে বর্তমান প্রসপেক্টাসের শর্তানুসারে এই প্রকল্পের এক-তৃতীয়াংশ বাস্তবায়ন হওয়ার প্রেক্ষিতে সুকুকটি সম্মতমূল্যে সেকেন্ডারি মার্কেটে বেচা-কেনা করা যাবে।

এটি বাংলাদেশ সরকারের প্রথম শরীআহ ভিত্তিতে পরিচালিত বিনিয়োগ বন্ড। শরীআহ মোতাবেক পরিচালিত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তি ও আর্থিক প্রতিষ্ঠান এতে বিনিয়োগ করতে পারছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে এ বন্ড কিনতে পারে। ব্যক্তি ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো এ বন্ড কিনতে হলে ব্যাংকের মাধ্যমে কিনতে হয়।

সরকারের পক্ষে এটি পরিচালনা ও তদারকি করছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

নীতিমালা অনুযায়ী, দুই দফায় বাজার থেকে ৮ হাজার কোটি টাকা তোলা হয়েছে। পাঁচ বছর মেয়াদি এ বন্ডের মুনাফার হার গড়ে প্রায় ৫ শতাংশ। বছরে ছয় মাস পরপর দুই দফায় মুনাফা তোলা যাবে। বন্ডটি সেকেন্ডারি মার্কেটে লেনদেন শুরু হলে মেয়াদ পূর্তির আগে যে কেউ বিক্রি করে টাকা নগদায়ন করতে পারবেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ