1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন

দুই স্টকে লেনেদেন মন্দা

  • আপডেট সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার প্রধান সূচক ডিএসইএক্স পতনে লেনদেন শেষ হয়েছে। অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন পরিমান দুই স্টকেই কমেছে। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন বেশি হয়েছে। বেড়েছে শেয়ার বিক্রির চাপ।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, রবিবার ডিএসইতে ৪৯৮ কোটি ৮১ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬১২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৪ দশমিক শূন্য ২ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক দশমিক ১৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৪৮ দশমিক শূন্য ৭ পয়েন্টে এবং ২ হাজার ২০০ দশমিক ১৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪০টি এবং কমেছে ৭৫টির। শেয়ার পরিবর্তন হয়নি ২১৪টির। এদিন ডিএসইতে জেনেক্স ইনফোসিসের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন জেনেক্স ইনফোসিস ৩৭ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সি ফুড ৩৪ কোটি ৮৫ লাখ টাকা, আমরা নেটওয়ার্ক ৩০ কোটি ৩৮ লাখ টাকা, এপেক্স ফুটওয়্যার ২৮ কোটি ৭১ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ২৭ কোটি ৬ লাক টাকা, সী পাল বিচ ২৩ কোটি ৯৪ লাখ টাকা, এডিএন টেলিকম ১৬ কোটি ৪৯ লাখ টাকা, ইউনিক হোটেল ১৪ কোটি ৩৪ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১২ কোটি ৬৭ লাখ টাকা এবং লিগ্যাসি ফুটওয়্যার ৯ কোটি ৬০ লাথ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপরদিকে, অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রবিবার লেনদেন হয়েছে ৫ কোটি ১৮ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বৃহস্পতিবার ৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১১৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৮টি, কমেছে ৩৮টি এবং পরিবর্তন হয়নি ৫১টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩০৯ দশমিক ২৯ পয়েন্টে। সিএসই-৫০ সূচক দশমিক ২৭ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১২ দশমিক ৫৪ পয়েন্ট এবং সিএসসিএক্স ২ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৩ দশমিক ৫০ পয়েন্টে, ১৩ হাজার ৩৮৩ দশমিক ৬৬ পয়েন্টে এবং ১০ হাজার ৯৭৫ দশমিক ২৪ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক দশমিক শূন্য ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫০ দশমিক ৩৬ পয়েন্টে।

এদিন সিএসইতে সী পার্ল বিচের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন সী পার্ল বিচ ৯৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে আমরা নেটওয়ার্ক ৪৯ লাখ টাকা, এওএল ৩৯ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ৩০ লাখ টাকা, শাইনপুকুর ২৫ লাখ টাকা, এসিআই ফর্মুলেশনস ২৪ লাখ টাকা, ইউনিক হোটেল ২৩ লাখ টাকা, উত্তরা ব্যাংক ১৯ লাখ টাকা, একটিভ ফাইন ১৯ লাখ টাকা এবং মিডল্যান্ড ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দরপতনের শীর্ষে ফাইন ফুডস

  • ৭ জানুয়ারী ২০২৫