1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন

লেনদেন ডিএসইতে বাড়লেও সিএসইতে কমেছে

  • আপডেট সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে লেনদেন পরিমাণও। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান আড়াইগুন বেশি হয়েছে। এদিকে প্রধান সূচক উত্থানের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। পাঁচটির মধ্যে তিন ধরনের সূচক পতনে হয়েছে। কমেছে লেনদেনও। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান ১ দশমিক ২২ গুন বেশি হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, সোমবার ডিএসইতে ৪৫১ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রবিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৩৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৪৩ দশমিক ৫৭ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৯৪ পয়েন্ট এবং ডিএসইএস সূচক দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২২৩ দশমিক ৪৯ পয়েন্টে এবং ১ হাজার ৩৫৯ দশমিক ৮৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৫টি এবং কমেছে ৩৮টির। শেয়ার পরিবর্তন হয়নি ২০১টির। এদিন ডিএসইতে রুপালী ইন্স্যুরেন্সের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন রুপারী ইন্স্যুরেন্স ২৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি কম ২৩ কোটি ৭৭ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ২১ কাটি ৩২ লাখ টাকা, এডিএন টেলিকম ১৭ কোটি ৬০ লাখ টাকা, সী পার্ল বিচ ১৬ কোটি ১৪ লাখ টাকা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ১৬ কোটি ১৪ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ১৫ কোটি ৪৪ লাখ টাকা, আমরা নেটওয়ার্ক ১৪ কোটি ৭০ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১৪ কোটি ৩৫ লাখ টাকা এবং আল-হাজ্ব টেক্সটাইলের ১০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপরদিকে, অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার লেনদেন হয়েছে ৮ কোটি ১৩ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস রবিবার ২০ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৫৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৮টি, কমেছে ৩১টি এবং পরিবর্তন হয়নি ৮৯টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৫ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪০০ দশমিক ৬৫ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ২ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩০ দশমিক ৩০ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ২৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২ দশমিক ৫০ পয়েন্ট এবং সিএসআই দশমিক ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২২ দশমিক ৪৯ পয়েন্টে, ১৩ হাজার ৩৩৬ দশমিক ৫৬ পয়েন্টে এবং ১ হাজার ১৫৬ দশমিক ৯৭ পয়েন্টে।

এদিন সিএসইতে এডিএন টেলিকমের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন এডিএন টেলিকম ৩ কোটি ৩২ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপার ৪১ লাখ টাকা, বেঙ্গল ইউন্ডসর ৩৬ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ২৯ লাখ টাকা, জিএসপি ফাইন্যান্স ২৭ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ২৬ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ২৬ লাখ টাকা, বিডি কম ২৫ লাখ টাকা, আইডিএলসি ফাইন্যান্স ১৮ লাখ টাকা এবং শাইনপুকুর ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দরপতনের শীর্ষে ফাইন ফুডস

  • ৭ জানুয়ারী ২০২৫