1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন

সূচক পতনে লেনদেন শেষ

  • আপডেট সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
dse cse poton

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার প্রধান সূচক (ডিএসইএক্স ও সিএএসপিআই) পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে দুই স্টকেই লেনদেন পরিমাণ।

এদিন ডিএসইর লেনদেন কমে সাড়ে ৬শ কোটি টাকার কাছাকাছিতে চলে এসেছে। আর সিএসইর লেনদেন কমে ৭ কোটি টাকার ঘরে এসেছে। ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। বিক্রেতার চাপে ছিল হিড়িক। একই অবস্থা ছিল সিএসইতে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, সোমবার ডিএসইতে ৫৮০ কোটি ৮১ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রবিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৫২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮০ দশমিক ৭১ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২ দশমিক ৫৩ পয়েন্ট এবং ডিএসইএস সূচক দশমিক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রেমে ২ হাজার ২২৮ দশমিক ৮০ পয়েন্টে এবং ১ হাজার ৩৬৯ দশমিক শূন্য ১ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১টি এবং কমেছে ১৫২টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৬৫টির। এদিন ডিএসইতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৫৬ কোটি ১৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে জেনেক্স ইনফোসিস ৫৩ কোটি ৪৭ লাখ টাকা, শাইনপুকুর সিরামিক ৪১ কোটি ৭৩ লাখ টাকা, সী পার্ল বিচ ৩৩ কোটি ৯২ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ২৬ কোটি ৪ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২৪ কোটি ৭০ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ১৯ কোটি ৭০ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশন ১৮ কোটি ৯৪ লাখ টাকা, জেমিনি সী ১৬ কোটি ৬৬ লাখ টাকা এবং বসুন্ধরা পেপারের ১৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

অপরদিকে সিএসইতে সোমবার লেনদেন হয়েছে ৭ কোটি ৩০ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস রবিবার ১৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২১টি, কমেছে ৬৪টি এবং পরিবর্তন হয়নি ৬২টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৫২ দশমিক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩৪ দশমিক ৩৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৪৭ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৩১ দশমিক শূন্য ৭ পয়েন্ট এবং সিএসআই সূচক ৬ দশমিক শূন্য ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২৮ দশমিক শূন্য ৯ পয়েন্টে, ১১ হাজার ১১০ দশমিক ৮৮ পয়েন্টে এবং ১ হাজার ১৬৯ দশমিক ২৬ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৬২ দশমিক ৮৬ পয়েন্টে।

এদিন সিএসইতে শাইনপুকুর সিরামিকের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন শাইনপুকুর সিরামিকে ১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ১ কোটি ১০ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ৪৬ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৩২ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৩০ লাখ টাকা, লার্ফাজ-হোল্ডসিম ২৭ লাখ টাকা, স্কয়ার ফার্মা ২৫ লাখ টাকা এবং ওরিয়ন ফার্মা ২০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ