1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন

শেয়ারবাজার মন্দায় ২০২২ সালে আইপিওতে ধস

  • আপডেট সময় : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
ipo- 1

শেয়ারবাজারের মন্দার কারনে ২০২২ সালে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন পাওয়া কোম্পানির সংখ্যা ও উত্তোলন করা অর্থের পরিমাণ কমে এসেছে। এক্ষেত্রে বছরের ব্যবধানে আইপিওর সংখ্যা ৬৮ শতাংশ এবং উত্তোলন করা অর্থের পরিমাণ ৬২ শতাংশ কমে এসেছে।

ডিএসইর তথ্য অনুযায়ি, ২০২২ সালে ৬টি কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে ৭১৩ কোটি ৭৮ লাখ টাকা মূলধন সংগ্রহ করেছে৷ এর মধ্যে ২টি কোম্পানি প্রিমিয়াম বাবদ মূলধন সংগ্রহ করেছে ৮৭ কোটি ৫২ লাখ টাকা৷ এছাড়াও ১টি পারপিচ্যুয়াল বন্ড এবং ১টি মিউচ্যুয়াল ফান্ড প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে ৭৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করে এবং ১টি পারপিচ্যুয়াল বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৪০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করে৷

অপরদিকে ২০২১ সালে ১৯টি কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও’র মাধ্যমে মোট ১ হাজার ৮৫৮ কোটি ৪৪ লাখ টাকা মূলধন সংগ্রহ করে৷ এরমধ্যে ১৪টি কোম্পানি (৩টি কোম্পানির প্রিমিয়ামসহ) ১ হাজার ২৩৩ কোটি ৩৬ লাখ টাকা মূলধন উত্তোলন করে৷ এছাড়া একটি সুকুক বন্ড ৪২৫ কোটি ৮ লাখ টাকা এবং ৪টি পারপিচ্যুয়াল বন্ড ২০০ কোটি টাকার মূলধন সংগ্রহ করেছিল৷

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ