রোববারের ধারাবাহিকতায় আজ সোমবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪ কোম্পানির শেয়ারের ক্রেতা উধাও হয়ে যায়। যদিও রোববার বড় উত্থানের পর আজ পুঁজিবাজার কিছুটা সংশোধনে ছিল। তারপরও দিনের শেষ সময় পর্যন্ত কোম্পানিগুলো বিক্রেতা সংকটেই ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিক্রেতা উধাও হওয়া প্রতিষ্ঠানগুলো হলো-দেশ গার্মেন্টস, সাইনপুকুর সিরামিকস, সাফকো স্পিনিং, বিডি থাই, ইসলামী ব্যাংক, অ্যাপেলো ইস্পাত, স্টাইলক্রাপ্ট, তুংহাই, মিথুন নিটিং, নর্দার্ন জুট, ফ্যামিলি টেক্স, কেয়া কসমেটিকস ও তাল্লু স্পিনিং মিলস লিমিটেড।
অন্যদিকে, আজ সেন্ট্রাল ইন্সুরেন্স, শ্যামপুর সুগার, মেঘনা কনডেন্স মিলক, মেঘনা পেট ও অগ্রণী ইন্সুরেন্সসহ কয়েকটি কোম্পানির শেয়ার লেনদেনের শেষ পর্যায়ে ক্রেতা সংকটে পড়তে দেখা যায়।