সম্মিলিতভাবে স্থানান্তরকারী তিন কোম্পানির সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্তে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে চলতি বছরের ৯ নভেম্বর বেলা ১১টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
তথ্য অনুসারে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুসারে এ ইজিএম আহ্বান করেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিটি। ইউনাইটেড পাওয়ার কোম্পানি তিনটির সঙ্গে একীভূত হলে তাদের ব্যবসায় টিকে থাকার সক্ষমতা বাড়বে। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেয়ার পাশাপাশি ব্যাংক ও অন্যান্য ঋণদাতাদেরও সম্মতি চাইবে ইউপিজিডিসিএল।
৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৭০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ইউপিজিডিসিএলের পরিচালনা পর্ষদ।