দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য মতে আজ (১০ অক্টোবর) মঙ্গলবার তালিকাভুক্ত লেনদেনের অংশ নেয়া ৩৮১ টি কোম্পানির মধ্যে ২০৫টি কোম্পানি ফ্লোর প্রাইস এ অবস্থান করছে। এরমধ্যে চার খাতের ৭০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত কোম্পানির শেয়ারদর প্রাইজে অবস্থান করছে।
এই চার খাতের মধ্যে রয়েছে বস্ত্র, ব্যাংক বীমা এবং মিউচুয়াল ফান্ড। আমারস্টক থেকে তথ্য জানা যায় ।
এই চার খাতের মধ্যে ফ্লোর প্রাইসে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান রয়েছে মিচুয়াল ফান্ড খাতের। এই খাতের লেনদেন অংশ নেওয়ার ৩৬ টি মিউচুয়াল ফান্ডের মধ্যে সবগুলোই ফ্লোর প্রাইসে অবস্থান করছে।
ফ্লোর প্রাইস এ কোম্পানির তালিকা দ্বিতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত। এই খাতের ৫৮ টি কোম্পানির মধ্যে বর্তমানে ৪৪ টি কোম্পানিই ফ্লোর প্রাইসে অবস্থান করছে। যা মোট কোম্পানির ৭৭.১৯ শতাংশ।
খাত ভিত্তিক ফ্লোর প্রাইজের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ব্যাংক। এই খাতের তালিকা ভুক্ত ৩৩ টি কোম্পানির মধ্যে চব্বিশটিই অবস্থান করছে। যা মোট কোম্পানির ৭২.৭৩ শতাংশ।
খাত ভিত্তিক ফ্লোর প্রাইজের তালিকায় চতুর্থ অবস্থানে উঠে এসেছে বীমা। এই খাতের তালিকা ভুক্ত ৫৩ টি কোম্পানির মধ্যে ৩৬টিই অবস্থান করছে ফ্লোর প্রাইসে। যা মোট কোম্পানির ৭২.৭৩ শতাংশ।