1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন

পুঁজিবাজারে সাড়ে ১৫ হাজার টাকা মূলধন বেড়েছে

  • আপডেট সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
DSE-CSE-600x360-1-600x337 (2)

বিগত সপ্তাহে বড় উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। সপ্তাহজুড়ে উভয় পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। সপ্তাহটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন ৩০ শতাংশ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৯২ শতাংশ বেড়েছে। সপ্তাহজুড়ে দুই পুঁজিবাজারে বাজার মূলধন ১৫ হাজার ৪০০ কোটি ৪০ লাখ ১২ হাজার টাকা বেড়েছে।

জানা গেছে, বিগত সপ্তাহে ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৯০৩ কোটি ৯০ লাখ ৩৪ হাজার ২৫১ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৬৭০ কোটি ১৩ লাখ ৪০ হাজার ৬৭৫ টাকা বা ৩০ শতাংশ বেশি হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ২৩৩ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ৫৭৬ টাকার ।

ডিএসইতে বিগত সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৭২৫ কোটি ৯৭ লাখ ৫৮ হাজার ৫৬৩ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৪৪৬ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার ৭১৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ২৭৯ কোটি ২২ লাখ ১৯ হাজার ৮৪৮ টাকা বেশি হয়েছে।

বিগত সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৬৮৫ কোটি ৯৩ লাখ ৮৩ হাজার টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন ছিল ৩ লাখ ২৫ হাজার ৭৩২ কোটি ৭৬ লাখ ১ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন ৭ হাজার ৯৫৩ কোটি ১৭ লাখ ৮২ হাজার টাকা বা ২.৪৪ শতাংশ বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫০.৪০ পয়েন্ট বা ৩.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৬৪.৮৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩৪.৬১ পয়েন্ট বা ৩.৫৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫৫.২৪ পয়েন্ট বা ৩.৮৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০১১.১১ পয়েন্টে এবং ১৪৭৫.৮৮ পয়েন্টে।

বিগত সপ্তাহে ডিএসইতে মোট ৩৫৯টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৬০টির বা ৭২.৪২ শতাংশের, কমেছে ৪২টির বা ১১.৬৯ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির বা ১৫.৮৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৭ কোটি ২৭ লাখ ০১ হাজার ২১৮ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫০ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ৭২৪ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৪৬ কোটি ৬০ লাখ ২০ হাজার ৪৯৪ টাকা বা ৯১.৯৭ শতাংশ বেড়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৪৪.৮২ পয়েন্ট বা ৩.৭২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪০১.৮৮ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২৬২.৫৭ পয়েন্ট বা ৩.৬২ শতাংশ, সিএসই-৩০ সূচক ৪০৫.৮৫৫ পয়েন্ট বা ৩.৯০ শতাংশ, সিএসই-৫০ সূচক ৩০.৬৪ পয়েন্ট বা ৩.৫৭ শতাংশ এবং সিএসআই ২৭.৭২ পয়েন্ট বা ৩.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৭ হাজার ৫১২.৭২ পয়েন্টে, ১০ হাজার ৭৯৫.১৪ পয়েন্টে, ৮৮৮.৪৬ পয়েন্টে এবং ৮০৫.০১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০৮টির বা ৬৯.৫৬ শতাংশের দর বেড়েছে, ৩৪টির বা ১১.৩৭ শতাংশের কমেছে এবং ৫৭টির বা ১৯.০৬ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

সপ্তাহটিতে অপর পুঁজিবাজার সিএসইর বাজার মূলধন ৭ হাজার ৪৪৭ কোটি ২২ লাখ ৩০ হাজার টাকা বা ২.৮৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬৪ হাজার ৭২৩ কোটি ৩৯ লাখ টাকায়। আগের সপ্তাহে সিএসইর বাজার মূলধন ছিল ২ লাখ ৫৭ হাজার ২৭৬ কোটি ১৬ লাখ ৭০ হাজার টাকায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সূচকের পতনে চলছে লেনদেন

  • ২০ নভেম্বর ২০২৪