1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

ফ্লোর প্রাই‌সের মিছিলে ৫৪ শতাংশ কোম্পা‌নির শেয়ার

  • আপডেট সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
floor price

আগের কার্যদিবসে উত্থান হলেও সোমবার (১০ অক্টোবর) ব্যাপক পতন হয়েছে শেয়ারবাজারে। আর এই পত‌নের বাজা‌রে ফ্লোর প্রাই‌সে নে‌মে‌ছে আরও ২৮ কোম্পা‌নির শেয়ারদর। আ‌গে থে‌কে ফ্লো‌রে ছি‌লো ১৭৬‌টি কোম্পা‌নি। এ‌তে ক‌রে ফ্লোর পাই‌সে মোট কোম্পা‌নির সংখ‌্যা দাঁ‌ড়ি‌য়ে‌ছে ২০৪‌টি। যা মোট কোম্পা‌নির ৫৩.৫৪শতাংশ। ডিএসই‌তে লে‌নদে‌নে অংশ নেওয়া মোট কোম্পা‌নির সংখ‌্যা ৩৮১‌টি।

আজ শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচক কমলেও টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। আর লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অর্ধেকের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১৯.৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৪৪৯.৬৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৭.৬১ এবং ডিএসই-৩০ সূচক ৪৭.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪১৫.৮৫ পয়েন্টে এবং দুই হাজার ৩১৪.১৩ পয়েন্টে।

ডিএসইতে আজ এক হাজার ৪১৭ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৪৭ কোটি ৬৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ১৬৯ কোটি ৮৩ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯টির, শেয়ার দর কমেছে ১৬৭টির এবং ১৮২টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৮২.৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ০৪৯.৭৬ পয়েন্টে। সিএসইতে আজ ২৪৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১টির দর বেড়েছে, কমেছে ১১৯টির আর ১০৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দরপতনের শীর্ষে ফাইন ফুডস

  • ৭ জানুয়ারী ২০২৫