1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৫:২০ অপরাহ্ন

বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারদর কমেছে ১৬ শতাংশ

  • আপডেট সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসের দুদিনই নিম্নমুখিতা দেখা গিয়েছে। এ সময়ে এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ৯৪টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের দর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি দরপতন হয়েছে এমন ১০ কোম্পানির তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোড লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১৬ শতাংশের বেশি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

তথ্য অনুসারে, গত সপ্তাহের চার কার্যদিবসে বিডি ওয়েল্ডিংয়ের মোট ৪ কোটি ৫১ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসেবে লেনদেন ছিল ১ লাখ ১২ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৬ দশমিক ২১ শতাংশ।

দর কমার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে ১০ দশমিক ৬৭ শতাংশ দর কমেছে কোম্পানিটির। সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির ৩৫ কোটি ২৭ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৮ কোটি ৮১ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।

১০ দশমিক ৪৮ শতাংশ দর কমে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। গত সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির ১৩ কোটি ৭৬ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ৩ কোটি ৪৪ লাখ ১৭ হাজার ৭৫০ টাকা।

গত সপ্তাহে ৯ দশমিক ৯৮ শতাংশ শেয়ারদর কমে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির ৩০ কোটি ৫৩ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৭ কোটি ৬৩ লাখ ৩২ হাজার টাকা।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। কোম্পানিটির দর কমেছে ৮ দশমিক ৫৩ শতাংশ। গত সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির ৫৩ কোটি ৭৭ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ১৩ কোটি ৪৪ লাখ ৩১ হাজার ৭৫০ টাকা।

তালিকায় পরের অবস্থানে রয়েছে আজিজ পাইপস লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারদর কমেছে ৬ দশমিক ৭৩ শতাংশ। গত সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির মোট ৭ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ১ কোটি ৮৬ লাখ ৯৯ হাজার টাকা।
তালিকায় সপ্তম স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির দর কমেছে ৬ দশমিক ৬২ শতাংশ। গত সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির ৫৪ কোটি ১১ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ১৩ কোটি ৫২ লাখ ৯৭ হাজার টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ